Ajker Patrika

ঈদের আগে মুক্তি মিলল ভারতে পাচার ২১ নারী-শিশুর

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে সে দেশের পুলিশ। আজ বুধবার ভারতের পেট্রাপোল দিয়ে বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়। পুলিশি কার্যক্রম শেষে আইনি সহায়তার জন্য রাইটস, যশোর এনজিও সংস্থার কর্মকর্তারা তাদের গ্রহণ করেছেন।

ফেরত আসা নারী-শিশুরা নড়াইল, সাতক্ষীরা, পটুয়াখালী, খুলনা, ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা। এদের কাউকে ভালো চাকরি, কাউকে বাসাবাড়িতে কাজের কথা বলে দালালেরা নিয়ে গেলেও প্রতারণা করে ঝুঁকিপূর্ণ কাজে রেখে আসে।

এ বিষয়ে রাইটসের তথ্য কর্মকর্তা তৌফকুজ্জামান বলেন, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে সাত বছর আগে তাদের সীমান্তপথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে।

এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকারকর্মীরা তাদের ছাড়িয়ে বিভিন্ন শেল্টার হোমে রাখে।

পরে দুই দেশের রাষ্ট্রীয় সহায়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশি উদ্ধার হওয়া নারী-শিশুরা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদের পোর্ট থানা থেকে আইনি সহায়তা ও কর্মসংস্থান সুবিধা দিতে গ্রহণ করেছে এনজিও প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...