
ভুল করে নিজের ছেলের গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা করেছেন এক বাবা। ঘটনাটি স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত বছরের নভেম্বরের। তবে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনের মাধ্যমে এটি প্রকাশ্য আসে।
প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাস্ক পরে গ্লাসগোর ক্রানহিলের একটি এটিএম বুথে ভুল করে নিজ ছেলেকেই টার্গেট করেন। ১৭ বছর বয়সী ওই ছেলেটি বাড়ির কাছেই এক এটিএম বুথ থেকে ১০ পাউন্ড তোলে। এমন সময় পাশে অন্ধকারে কালো রঙের হুডি ও মুখে মাস্ক পরা একজনকে দেখতে পায়।
এ ঘটনার বর্ণনা দিয়ে প্রসিকিউটর ক্যারি স্টিভেনস বলেন, ওই কিশোর যখন টাকা তুলে কার্ড পকেটে ঢোকায়। তখন বাঁয়ে ঘুরতেই তার মুখের পাশে কিছু অনুভব করে। এরপর সামনে লম্বা একটি ছুরি দেখতে পায় সে। এ সময় হুডি পরা ওই ব্যক্তি তাকে পাউন্ডগুলো দিয়ে দিতে বলেন। তাৎক্ষণিকভাবে নিজের বাবার কণ্ঠস্বর টের পায় সে। ওই কিশোর তখন বলে, ‘তুমি কি সিরিয়াস? তুমি চিনতে পেরেছ আমাকে?’ তখন হুডি পরা লোকটি বলেন, ‘আমি এসব কেয়ার করি না।’ এরপর ওই কিশোর তার মাস্ক খুলে এবং জিজ্ঞেস করে, ‘তুমি কী করছ এসব?’ তখন ছেলেকে চিনতে পেরে তিনি বলেন, ‘আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না।’
প্রসিকিউটর ক্যারি আরও বলেন, ঘটনার পর ওই কিশোর দ্রুত সেখান থেকে চলে যায় এবং পুলিশ জেনে যাওয়ার আগে পরিবারকে জানায়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে দোষ স্বীকার করে বলেন, ‘আমি চিনতে পারিনি ওকে। আমার অন্যায় হয়েছে—এমন কাজ করা।’
অভিযুক্ত ব্যক্তিকে ২৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড দেওয়ার পর স্থানীয় শেরিফ আদালতকে বলেন, ‘এমন ঘটনা সত্যিই বিরল।’
আরও খবর পড়ুন:

ভুল করে নিজের ছেলের গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা করেছেন এক বাবা। ঘটনাটি স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত বছরের নভেম্বরের। তবে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনের মাধ্যমে এটি প্রকাশ্য আসে।
প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাস্ক পরে গ্লাসগোর ক্রানহিলের একটি এটিএম বুথে ভুল করে নিজ ছেলেকেই টার্গেট করেন। ১৭ বছর বয়সী ওই ছেলেটি বাড়ির কাছেই এক এটিএম বুথ থেকে ১০ পাউন্ড তোলে। এমন সময় পাশে অন্ধকারে কালো রঙের হুডি ও মুখে মাস্ক পরা একজনকে দেখতে পায়।
এ ঘটনার বর্ণনা দিয়ে প্রসিকিউটর ক্যারি স্টিভেনস বলেন, ওই কিশোর যখন টাকা তুলে কার্ড পকেটে ঢোকায়। তখন বাঁয়ে ঘুরতেই তার মুখের পাশে কিছু অনুভব করে। এরপর সামনে লম্বা একটি ছুরি দেখতে পায় সে। এ সময় হুডি পরা ওই ব্যক্তি তাকে পাউন্ডগুলো দিয়ে দিতে বলেন। তাৎক্ষণিকভাবে নিজের বাবার কণ্ঠস্বর টের পায় সে। ওই কিশোর তখন বলে, ‘তুমি কি সিরিয়াস? তুমি চিনতে পেরেছ আমাকে?’ তখন হুডি পরা লোকটি বলেন, ‘আমি এসব কেয়ার করি না।’ এরপর ওই কিশোর তার মাস্ক খুলে এবং জিজ্ঞেস করে, ‘তুমি কী করছ এসব?’ তখন ছেলেকে চিনতে পেরে তিনি বলেন, ‘আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না।’
প্রসিকিউটর ক্যারি আরও বলেন, ঘটনার পর ওই কিশোর দ্রুত সেখান থেকে চলে যায় এবং পুলিশ জেনে যাওয়ার আগে পরিবারকে জানায়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে দোষ স্বীকার করে বলেন, ‘আমি চিনতে পারিনি ওকে। আমার অন্যায় হয়েছে—এমন কাজ করা।’
অভিযুক্ত ব্যক্তিকে ২৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড দেওয়ার পর স্থানীয় শেরিফ আদালতকে বলেন, ‘এমন ঘটনা সত্যিই বিরল।’
আরও খবর পড়ুন:

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে