নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁর সংগঠনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তাঁরা শাহবাগে অবস্থান নেন।
ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় শাহবাগের এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’সহ নানা স্লোগান দিচ্ছেন।
হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
বিক্ষোভে অংশগ্রহণকারী লক্ষীপুর থেকে আসা তানিয়া ইসলাম বলেন, ‘আমরা হাদিকে ভালোবেসে এখানে এসেছি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আমরা হাদি হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব।’
বিকেলে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। জুলাই অভ্যুথানের সুফল এখনও জনগণের কাছে পৌছাইনি। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’
শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, ‘হাদি হত্যার বিচারে আমরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছি, আগামিতে থাকবো সেটার নিশ্চয়তা দিতে পারছি না। আমরা হাদি হত্যার বিচার নিশ্চিত চাই।’
যাত্রাবাড়ি থেকে আসা কাওছার আহমেদ বলেন, ‘হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
মিরপুর থেকে আসা আমিনুর রহমান বলেন, ‘যেকোনো মূল্যে আমরা হাদি হত্যার বিচার চাই। জুলাই সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

এর আগে, আজ দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়, ‘শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।’
শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারে নেমেছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি। এর পর থেকে বিভিন্ন সময় হাদি হত্যার বিচারসহ নানা দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁর সংগঠনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তাঁরা শাহবাগে অবস্থান নেন।
ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় শাহবাগের এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’সহ নানা স্লোগান দিচ্ছেন।
হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
বিক্ষোভে অংশগ্রহণকারী লক্ষীপুর থেকে আসা তানিয়া ইসলাম বলেন, ‘আমরা হাদিকে ভালোবেসে এখানে এসেছি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আমরা হাদি হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব।’
বিকেলে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। জুলাই অভ্যুথানের সুফল এখনও জনগণের কাছে পৌছাইনি। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’
শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, ‘হাদি হত্যার বিচারে আমরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছি, আগামিতে থাকবো সেটার নিশ্চয়তা দিতে পারছি না। আমরা হাদি হত্যার বিচার নিশ্চিত চাই।’
যাত্রাবাড়ি থেকে আসা কাওছার আহমেদ বলেন, ‘হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
মিরপুর থেকে আসা আমিনুর রহমান বলেন, ‘যেকোনো মূল্যে আমরা হাদি হত্যার বিচার চাই। জুলাই সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

এর আগে, আজ দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়, ‘শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।’
শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারে নেমেছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি। এর পর থেকে বিভিন্ন সময় হাদি হত্যার বিচারসহ নানা দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে