Ajker Patrika

ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতি, থানায় মামলা

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৯: ৩৭
ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতি, থানায় মামলা

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ডেমরার সুলতানা কামাল সেতুর মাঝখানে ডাকাতির এ ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার ডাকাতির অভিযোগে ডেমরা থানায় মামলা করেন মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যবসায়ী। 

জাকির হোসেন বলেন, তিনি ও তাঁর পার্টনার মো. সজিব হোসেন (৩১) গত রোববার বেলা সোয়া ৩টার দিকে রূপগঞ্জ থেকে জমি কেনার জন্য সাড়ে ৩৬ লাখ টাকাসহ একটি প্রাইভেট কারযোগে ডেমরা ভূমি অফিসে আসছিলেন। এ সময় ৫–৬ জনের ওই ডাকাত দল একটি কালো রঙের মাইক্রোবাস দিয়ে তাঁদের প্রাইভেট কারের গতি রোধ করেন। তাঁরা গাড়ি থেকে নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলেন, তোদের কাছে অবৈধ টাকা রয়েছে। এ সময় প্রাইভেট কার থেকে জাকির ও সজীবকে টেনেহিঁচড়ে ডাকাত দল তাঁদের গাড়িতে উঠিয়ে হাতকড়া পরায়। তখন তাঁদের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে মামলার হুমকি দেন ডাকাতেরা। সেখান থেকে তাঁদের চোখ বেঁধে অন্যত্র নিয়ে দুই ঘণ্টা পর রূপগঞ্জের পূর্বাচল ২১ নম্বর সেক্টরে ফেলে চলে যান ডাকাতেরা। 

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত