গোপালগঞ্জ প্রতিনিধি

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাতে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই কাঠি ইউনিয়ন পরিষদের মেম্বার ইব্রাহিম মোল্লাকে (৪৫) আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রানা মোল্লা ওই এলাকার মৃত বাদল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠি গ্রামের বদু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই বছর আগে রানা মোল্লা ও তাঁর লোকজন বদু সরদারকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।
আরও জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রানা মোল্লা কয়েকজন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় দই খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তেলিগাতি গ্রামে বদু সরদার ১৫ / ১৬ জন লোক নিয়ে গতিরোধ করে তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রানাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সদর থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহীম মোল্লা নামের এক মেম্বারকে আটক করা হয়েছে।

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাতে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই কাঠি ইউনিয়ন পরিষদের মেম্বার ইব্রাহিম মোল্লাকে (৪৫) আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রানা মোল্লা ওই এলাকার মৃত বাদল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠি গ্রামের বদু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই বছর আগে রানা মোল্লা ও তাঁর লোকজন বদু সরদারকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।
আরও জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রানা মোল্লা কয়েকজন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় দই খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তেলিগাতি গ্রামে বদু সরদার ১৫ / ১৬ জন লোক নিয়ে গতিরোধ করে তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রানাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সদর থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহীম মোল্লা নামের এক মেম্বারকে আটক করা হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে