নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে গত ২৩ এপ্রিল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি চুরি হওয়া ফোন ও মানিব্যাগ। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় চুরির ঘটনা ঘটেছিল।
স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সে সময় দাবি করেছিলেন, চুরি যাওয়া মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা ছিল এবং মূল্যবান কিছু ডকুমেন্টস ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করাও হয়েছিল।
এই বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো মোবাইল মানিব্যাগ উদ্ধার করা যায়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার করার। তবে কিছু প্রক্রিয়ায় গিয়ে আটকে গেছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। মোবাইল ফোন চুরি হওয়ার পর থেকে এখনো বন্ধ রয়েছে ফোন দুটি। অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে, তবে কাউকে শনাক্ত করা যাচ্ছে না।’
স্টেশনর ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল, মানিব্যাগ কোনো কিছুই এখনো পাওয়া যায়নি। কবে পাওয়া যাবে সেটাও বলতে পারছি না। পুলিশ উদ্ধার করতে পারলে হয়তো পাওয়া যাবে।’
এদিকে, গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি মোবাইল ফোন দুটি ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত সংবাদ সম্মেলনকক্ষ ত্যাগ করেন। পরে তাঁকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি।

কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে গত ২৩ এপ্রিল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি চুরি হওয়া ফোন ও মানিব্যাগ। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় চুরির ঘটনা ঘটেছিল।
স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সে সময় দাবি করেছিলেন, চুরি যাওয়া মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা ছিল এবং মূল্যবান কিছু ডকুমেন্টস ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করাও হয়েছিল।
এই বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো মোবাইল মানিব্যাগ উদ্ধার করা যায়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার করার। তবে কিছু প্রক্রিয়ায় গিয়ে আটকে গেছে। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। মোবাইল ফোন চুরি হওয়ার পর থেকে এখনো বন্ধ রয়েছে ফোন দুটি। অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে, তবে কাউকে শনাক্ত করা যাচ্ছে না।’
স্টেশনর ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল, মানিব্যাগ কোনো কিছুই এখনো পাওয়া যায়নি। কবে পাওয়া যাবে সেটাও বলতে পারছি না। পুলিশ উদ্ধার করতে পারলে হয়তো পাওয়া যাবে।’
এদিকে, গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি মোবাইল ফোন দুটি ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত সংবাদ সম্মেলনকক্ষ ত্যাগ করেন। পরে তাঁকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে