নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়।
তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।

১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়।
তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে