উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর মিয়া। আজ শুক্রবার রাত ৮টার দিকে তুরাগের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়িয়ার এলাকার বাসিন্দারা জানান, ফুলবাড়িয়া বাজারে বিল্লাল হাজীর ছেলে আব্দুর রউফ এসআই শাহিনুর মিয়াকে ছুরিকাঘাত করে। পরে তাকে প্রথমে তুরাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজার এলাকায় সাদা পোষাকে অভিযান চালাচ্ছিলেন এসআই শাহিন মিয়া। ওই সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে আহত এসআই শাহীন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত ফোনটি রিসিভ করেন অন্যজন। ফোনে তিনি বলেন, ‘এসআই শাহিন অসুস্থ। এখন তিনি কথা বলতে পারবেন না।’
এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই অনুজ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনের বেলায় ডিউটি করেছি। রাত সাড়ে ৮টার দিকে থানা থেকে বের হয়েছি। তখন এসআই শাহিন মিয়াকে ছুরিকাঘাতের বিষয়টি জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত কিছুই জানতে পারিনি।’
এদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার ও উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অপরদিকে উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসান মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।’

রাজধানীর তুরাগে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর মিয়া। আজ শুক্রবার রাত ৮টার দিকে তুরাগের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়িয়ার এলাকার বাসিন্দারা জানান, ফুলবাড়িয়া বাজারে বিল্লাল হাজীর ছেলে আব্দুর রউফ এসআই শাহিনুর মিয়াকে ছুরিকাঘাত করে। পরে তাকে প্রথমে তুরাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজার এলাকায় সাদা পোষাকে অভিযান চালাচ্ছিলেন এসআই শাহিন মিয়া। ওই সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে আহত এসআই শাহীন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত ফোনটি রিসিভ করেন অন্যজন। ফোনে তিনি বলেন, ‘এসআই শাহিন অসুস্থ। এখন তিনি কথা বলতে পারবেন না।’
এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই অনুজ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনের বেলায় ডিউটি করেছি। রাত সাড়ে ৮টার দিকে থানা থেকে বের হয়েছি। তখন এসআই শাহিন মিয়াকে ছুরিকাঘাতের বিষয়টি জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত কিছুই জানতে পারিনি।’
এদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার ও উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অপরদিকে উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসান মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে