
জোরপূর্বক গুম ও নিখোঁজদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা সরকারের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের বিদায়ী চেয়ারম্যান নাছিমা বেগম। কমিশনের তিন বছর মেয়াদ পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নাছিমা বলেন, কমিশনকে আরও শক্তিশালী করা হোক। কমিশন যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নিজে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে পারে, সে ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে। এর জন্য পৃথক কোনো কমিশন গঠনের প্রয়োজন নেই।
গুমের অভিযোগ ও দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উদ্বেগ জানানো নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
কমিশনের বিদায়ী চেয়ারম্যান বলেন, ‘আমলা হওয়া যে এত অপরাধ জানতাম না, আমলারা যে মানুষের কল্যাণে কাজ করতে পারে না, আমলা হলে আর কিছু করতে পারে না, মানুষের জনসেবা করতে পারবে না, এটা বুঝতে পারছি না।’
২০১২ থেকে এখন পর্যন্ত ১১৯টি গুমের অভিযোগ এসেছে জানিয়ে নাছিমা বলেন, এর মধ্যে নিখোঁজ বা গুম থেকে ফেরত এসেছেন ২৮ জন। ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। ৬২টি অভিযোগ সরাসরি দাখিল হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে ৪৮টি অভিযোগ এসেছে। আর নিজেরা স্বপ্রণোদিত হয়ে ৯টি অভিযোগ নিয়েছেন।
আইনের সীমাবদ্ধতা, সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিবেদন না পাওয়াকে নিজেদের কাজের বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।
নাছিমা বলেন, ‘অনেকেই বলে, আপনারা এটা করেন নাই, ওটা করেন নাই। এটা করলেন না। তাঁদের বলতে চাই। দেশে প্রচলিত বিচারব্যবস্থা আছে। যেখানে মানুষ বিচার না পায়, সেখানে কমিশন কাজ করেছে।’
বিএনপির চলমান আন্দোলন ও পুলিশের হামলা এবং বিএনপির নেতাদেরই মামলায় আসামি করার বিষয়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে নাছিমা বলেন, ‘যদি ভুক্তভোগীদের মামলা আদালত না নেয়, তাহলে লঙ্ঘন হবে। আপনার বিচার চাওয়া ও পাওয়ার অধিকার আছে। আদালত তো মামলা নিয়েছে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার বিষয়ে নাছিমা বলেন, দুই পক্ষ দুই রকম বক্তব্য দিচ্ছে। আমরা প্রতিবেদন চেয়েছি। পাওয়ার পরে সিদ্ধান্ত দেব।
সংবাদ সম্মেলনে কমিশনের সার্বক্ষণিক সদস্য কামাল উদ্দিনসহ আরও তিন সদস্য উপস্থিত ছিলেন।

জোরপূর্বক গুম ও নিখোঁজদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা সরকারের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের বিদায়ী চেয়ারম্যান নাছিমা বেগম। কমিশনের তিন বছর মেয়াদ পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নাছিমা বলেন, কমিশনকে আরও শক্তিশালী করা হোক। কমিশন যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নিজে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে পারে, সে ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে। এর জন্য পৃথক কোনো কমিশন গঠনের প্রয়োজন নেই।
গুমের অভিযোগ ও দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উদ্বেগ জানানো নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
কমিশনের বিদায়ী চেয়ারম্যান বলেন, ‘আমলা হওয়া যে এত অপরাধ জানতাম না, আমলারা যে মানুষের কল্যাণে কাজ করতে পারে না, আমলা হলে আর কিছু করতে পারে না, মানুষের জনসেবা করতে পারবে না, এটা বুঝতে পারছি না।’
২০১২ থেকে এখন পর্যন্ত ১১৯টি গুমের অভিযোগ এসেছে জানিয়ে নাছিমা বলেন, এর মধ্যে নিখোঁজ বা গুম থেকে ফেরত এসেছেন ২৮ জন। ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। ৬২টি অভিযোগ সরাসরি দাখিল হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে ৪৮টি অভিযোগ এসেছে। আর নিজেরা স্বপ্রণোদিত হয়ে ৯টি অভিযোগ নিয়েছেন।
আইনের সীমাবদ্ধতা, সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিবেদন না পাওয়াকে নিজেদের কাজের বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।
নাছিমা বলেন, ‘অনেকেই বলে, আপনারা এটা করেন নাই, ওটা করেন নাই। এটা করলেন না। তাঁদের বলতে চাই। দেশে প্রচলিত বিচারব্যবস্থা আছে। যেখানে মানুষ বিচার না পায়, সেখানে কমিশন কাজ করেছে।’
বিএনপির চলমান আন্দোলন ও পুলিশের হামলা এবং বিএনপির নেতাদেরই মামলায় আসামি করার বিষয়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে নাছিমা বলেন, ‘যদি ভুক্তভোগীদের মামলা আদালত না নেয়, তাহলে লঙ্ঘন হবে। আপনার বিচার চাওয়া ও পাওয়ার অধিকার আছে। আদালত তো মামলা নিয়েছে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার বিষয়ে নাছিমা বলেন, দুই পক্ষ দুই রকম বক্তব্য দিচ্ছে। আমরা প্রতিবেদন চেয়েছি। পাওয়ার পরে সিদ্ধান্ত দেব।
সংবাদ সম্মেলনে কমিশনের সার্বক্ষণিক সদস্য কামাল উদ্দিনসহ আরও তিন সদস্য উপস্থিত ছিলেন।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে