নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার মৃতের মেয়ের জামাই জাহের আলী (৫৪) বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মহসীন বলেন, ‘মৃতের মেয়ের জামাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। আমরা বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত চালাচ্ছি। আলামত এবং বিভিন্ন বক্তব্যসহ নিজস্ব সোর্সের সহায়তায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
মামলায় বলা হয়েছে, ঘটনার কিছুদিন আগে ব্যাংক থেকে তুলে আনা ৩০ লাখ টাকাসহ আলমারিতে ৩২ লাখ টাকা সংরক্ষিত ছিল। ঘটনার দিন রাতে তিনজন জ্যাকেট পরা দুষ্কৃতিকারী ঘরে প্রবেশ করে মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তাঁর ছেলে হাফেজ মাসুদের হাত, পা ও মুখ বেঁধে রাখে। আসামিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪০ এর মধ্যে।
এ ব্যাপারে মৃতের ছেলে হাফেজ মাসুদ বলেন, ‘গত মঙ্গলবার আমাদের বাড়িতে অনেক আত্মীয় বেড়াতে এসেছিল। রাতে আমি ও আমার বাবা নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে হঠাৎ তিনজন লোক ঘরে ঢোকে এবং আমার হাত-পা ও চোখ বেঁধে মারধর করে। চলে যাওয়ার সময় ঘরে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। তবে ওই দুর্বৃত্তরা কীভাবে বাড়িতে প্রবেশ করেছে তা বলতে পারছি না।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ূন কবির বলেন, ‘ওই বাড়িতে বাইরে থেকে কারও প্রবেশের কোনো আলামত আমরা পাইনি। তা ছাড়া ঘরে চারটি সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর হার্ডডিস্ক খুলে নেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার মৃতের মেয়ের জামাই জাহের আলী (৫৪) বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মহসীন বলেন, ‘মৃতের মেয়ের জামাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। আমরা বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত চালাচ্ছি। আলামত এবং বিভিন্ন বক্তব্যসহ নিজস্ব সোর্সের সহায়তায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
মামলায় বলা হয়েছে, ঘটনার কিছুদিন আগে ব্যাংক থেকে তুলে আনা ৩০ লাখ টাকাসহ আলমারিতে ৩২ লাখ টাকা সংরক্ষিত ছিল। ঘটনার দিন রাতে তিনজন জ্যাকেট পরা দুষ্কৃতিকারী ঘরে প্রবেশ করে মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তাঁর ছেলে হাফেজ মাসুদের হাত, পা ও মুখ বেঁধে রাখে। আসামিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪০ এর মধ্যে।
এ ব্যাপারে মৃতের ছেলে হাফেজ মাসুদ বলেন, ‘গত মঙ্গলবার আমাদের বাড়িতে অনেক আত্মীয় বেড়াতে এসেছিল। রাতে আমি ও আমার বাবা নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে হঠাৎ তিনজন লোক ঘরে ঢোকে এবং আমার হাত-পা ও চোখ বেঁধে মারধর করে। চলে যাওয়ার সময় ঘরে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। তবে ওই দুর্বৃত্তরা কীভাবে বাড়িতে প্রবেশ করেছে তা বলতে পারছি না।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ূন কবির বলেন, ‘ওই বাড়িতে বাইরে থেকে কারও প্রবেশের কোনো আলামত আমরা পাইনি। তা ছাড়া ঘরে চারটি সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর হার্ডডিস্ক খুলে নেওয়া হয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে