Ajker Patrika

কূপে ফেলে দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
কূপে ফেলে দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রামের ফটিকছড়িতে ২৬ বছর আগে স্ত্রী ও এক বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে চাবাগানের শ্রমিক রৌশন আলীকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। এ সময় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 
 
কারাদণ্ডপ্রাপ্ত রৌশন আলী ফটিকছড়ির ভুজপুর থানার মতিন নগরের মৃত কেরামত আলীর ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া গ্রামের জনৈক আব্দুর রহিমের মেয়ে মমতাজের সঙ্গে চা শ্রমিক রৌশনের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ লেগেই থাকত। একপর্যায়ে মমতাজ বাবার বাড়ি চলে যান। এরপর ১৯৯৬ সালের জুন মাসে মমতাজ তাঁর এক বছরের মেয়ে আকলিমাকে নিয়ে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে যান। ফেরার পথে মা ও মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভুজপুরের বাগান বাজারের একটি চাবাগানে নিয়ে যান রৌশন আলী। সেখানকার একটি কূপের ভেতর মা ও মেয়েকে ফেলে দিয়ে হত্যা করেন তিনি। 

এদিকে, মমতাজের বাবা ফটিকছড়ি থানায় মেয়ে ও নাতনি নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি করেন। শুরু থেকেই তিনি মেয়ের জামাতাকে সন্দেহ করে আসছিলেন। এক বছর পর ১৯৯৭ সালের ২২ ফেব্রুয়ারি রৌশনকে বাগান বাজার এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসীরা তাঁকে ধরে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যান। সেখানে তিনি স্থানীয়দের কাছে স্ত্রী ও মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেন। পরে পুলিশ এসে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়। রিমান্ডে তিনি স্ত্রী ও মেয়েকে চাবাগানের ৬ নম্বর কূপে ফেলে হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ ওই কূপ থেকে মা ও মেয়ের মাথার খুলি, নাকফুল ও হাড় উদ্ধার করে এবং মামলার আলামত হিসেবে জব্দ করেন। 

এ ঘটনায় মমতাজের বাবা ফটিকছড়ি থানায় ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৯৯৮ সালের ২০ জুলাই তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছরের ৬ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আজ ১২ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দিয়েছেন। 

অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...