Ajker Patrika

উত্তরায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ 

রাজধানীর উত্তরায় ইয়াবাসহ মো. আইয়ুব নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গতকাল বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুর চেকপোস্ট থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীকে আজ সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

আজ দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আব্দুল্লাহপুরে চেকপোস্ট পরিচালনাকালে ৯০০ পিস ইয়াবাসহ আইয়ুব নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উত্তরা এলাকায় মাদক ব্যবসা করছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত