নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ।
ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।
শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’
এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।

রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ।
ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।
শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’
এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে