নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজারের বেশি ইয়াবা ও মাদক আইসসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার কারবারিরা এলিট ফোর্স নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ও কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃত হওয়ারা হলো-এলিট ফোর্স নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ও কক্সবাজার জেলার মো. ইসমাইল (৩২) ও রবিউল হাসান মামুন (২০) এবং সাতক্ষীরা জেলার কাপড় ব্যবসায়ীর মো. জাকারিয়া মাসুদ বাপ্পি (২৬)।
আজ শনিবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
মেহেদী হাসান জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা গত ৩ থেকে ৪ বছর ধরে নিরাপত্তা কর্মী ও কাপড় ব্যবসায়ীর আড়ালে মাদকের কারবার করে আসছিল। আজ শনিবার বিকেলে এ অভিযান চালানো হয়।’
গ্রেপ্তার তিনজনের মাদকের কারবারের কৌশলের বিষয়ে মেহেদী হাসান আরও জানান, গ্রেপ্তার মাদক কারবারিরা একটি মাদক পাচার চক্রের সদস্য। তারা টেকনাফ, ঢাকার উত্তরা ও গাজীপুর কেন্দ্রিক সক্রিয়। গত তিন থেকে চার বছর ধরে চক্রের সদস্যরা
তারা টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের মাদক ব্যবসায়ীদের পাইকারি দরে সরবরাহ করত। এলিট ফোর্স নামের নিরাপত্তা কোম্পানিতে গার্ডের চাকরির সুবাদে তাদের কেউ সন্দেহ করত না।
মেহেদী হাসান আরও জানান, চক্রের সদস্যরা একটি বিশেষ অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করত। তারা কোন নির্দিষ্ট ফোন নম্বর ব্যবহার করত না। দ্রুত নম্বর পরিবর্তন করত। গ্রেপ্তারের পর তাদের ব্যবহৃত মোবাইল ও অ্যাপসে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজারের বেশি ইয়াবা ও মাদক আইসসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার কারবারিরা এলিট ফোর্স নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ও কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃত হওয়ারা হলো-এলিট ফোর্স নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ও কক্সবাজার জেলার মো. ইসমাইল (৩২) ও রবিউল হাসান মামুন (২০) এবং সাতক্ষীরা জেলার কাপড় ব্যবসায়ীর মো. জাকারিয়া মাসুদ বাপ্পি (২৬)।
আজ শনিবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
মেহেদী হাসান জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা গত ৩ থেকে ৪ বছর ধরে নিরাপত্তা কর্মী ও কাপড় ব্যবসায়ীর আড়ালে মাদকের কারবার করে আসছিল। আজ শনিবার বিকেলে এ অভিযান চালানো হয়।’
গ্রেপ্তার তিনজনের মাদকের কারবারের কৌশলের বিষয়ে মেহেদী হাসান আরও জানান, গ্রেপ্তার মাদক কারবারিরা একটি মাদক পাচার চক্রের সদস্য। তারা টেকনাফ, ঢাকার উত্তরা ও গাজীপুর কেন্দ্রিক সক্রিয়। গত তিন থেকে চার বছর ধরে চক্রের সদস্যরা
তারা টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের মাদক ব্যবসায়ীদের পাইকারি দরে সরবরাহ করত। এলিট ফোর্স নামের নিরাপত্তা কোম্পানিতে গার্ডের চাকরির সুবাদে তাদের কেউ সন্দেহ করত না।
মেহেদী হাসান আরও জানান, চক্রের সদস্যরা একটি বিশেষ অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করত। তারা কোন নির্দিষ্ট ফোন নম্বর ব্যবহার করত না। দ্রুত নম্বর পরিবর্তন করত। গ্রেপ্তারের পর তাদের ব্যবহৃত মোবাইল ও অ্যাপসে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৬ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে