Ajker Patrika

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২: ০৯
পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি আটক

অভিনেত্রী পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে আটক করা হয়। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার জানান, জিমিকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। এরপর বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে অভিনেত্রী পরীমণিকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে মামলাটি আজ শুক্রবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ সন্ধ্যার দিকে পান্থপথ এলাকা থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে হেফাজতে নিয়েছে ডিবি। চয়নিকার পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্পতি তাঁদের একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছিল।

গত জুনের শুরুর দিকে ঢাকা বোট ক্লাবের ঘটনায় জিমির নামও সামনে আসে। বনানীতে পরীমণির বাড়িতে সাংবাদিকদের সামনে আসেন জিমি। তিনি প্রায় ছয় বছর ধরে পরীমণির সঙ্গে কাজ করছেন বলে জানান। ওই ঘটনায় সাভার থানায় করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় পরীমণি এজাহারে বলেন, ৮ জুন রাতে পরিকল্পিতভাবে তাঁকে বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ী নাসির মাহমুদ তাঁকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন জিমি। 

পরে প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে জিমিকে ক্লাবের ভেতর থেকে পরীমণিকে কোলে করে নিয়ে বের হতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ