নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইরশাদ হোসেন রাশেদ।
গত ২১ আগস্ট ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এই নোটিশ পাঠান। এরপর থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী রাশেদ।
আজ মঙ্গলবার বিকেলে হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদ। আইনজীবীর জিডির বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
হুমকির বিষয়ে জানতে চাইলে আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ বলেন, ‘নোটিশ দেওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু করে। সবাই বকাঝকা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। একেকবার একে নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। পরিচয় না দিলেও ফোন দিয়ে বলা হচ্ছে, সমস্যাটা সমাধান করে ফেল। না হলে কোর্টের সামনেই গুলি করে মেরে ফেলা হবে। এমন বক্তব্যে ঘাবড়ে যাই। পরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।’
রাশেদের পাঠানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে হিন্দুদের জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ভারতে গিয়ে আমি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখলে আমাদের দেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত একটি দেশ হবে। তাই আমি ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে বলেছি।’
অবশ্য গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।

সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইরশাদ হোসেন রাশেদ।
গত ২১ আগস্ট ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এই নোটিশ পাঠান। এরপর থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী রাশেদ।
আজ মঙ্গলবার বিকেলে হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদ। আইনজীবীর জিডির বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
হুমকির বিষয়ে জানতে চাইলে আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ বলেন, ‘নোটিশ দেওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু করে। সবাই বকাঝকা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। একেকবার একে নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। পরিচয় না দিলেও ফোন দিয়ে বলা হচ্ছে, সমস্যাটা সমাধান করে ফেল। না হলে কোর্টের সামনেই গুলি করে মেরে ফেলা হবে। এমন বক্তব্যে ঘাবড়ে যাই। পরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।’
রাশেদের পাঠানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে হিন্দুদের জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ভারতে গিয়ে আমি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখলে আমাদের দেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত একটি দেশ হবে। তাই আমি ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে বলেছি।’
অবশ্য গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৬ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে