Ajker Patrika

টাঙ্গাইলে মাদক কারবারির বাড়ির পাশে মিলল যুবকের মরদেহ, আটক ২ 

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৫
টাঙ্গাইলে মাদক কারবারির বাড়ির পাশে মিলল যুবকের মরদেহ, আটক ২ 

টাঙ্গাইলের দেলদুয়ারে এক নারী মাদক কারবারির বাড়ির পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা ওই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে।

এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে বলে জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি। 

পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতে মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আজ শনিবার সকালে উপজেলার পাথরাইল ইউনিয়নের গাদতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম রায়হান (২০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল-গাদতলা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয়, রায়হানকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে মাদক কারবারি ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। 

স্থানীয়দের দাবি, মর্জিনা একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশ মাঝেমধ্যেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালত পাঠায়। কিছুদিন পরে তিনি জামিনে ছাড়া পেয়ে আবার কারবার শুরু করেন। তাঁর স্বামীও মাদক কারবার করতেন। তিনি মারা গেছেন। এখন তাঁদের তিন ছেলেও মাদক কারবারের সঙ্গে জড়িত।

নিহত রায়হানের পরিবার বলছে, রায়হান বিকেলে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি। সকালে তারা জানতে পারে, এক নারী মাদক কারবারির বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরে মাদক কারবারি মর্জিনার বাড়ির সামনে ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নারী মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত