বিমানবন্দর প্রতিবেদক, উত্তরা

কাপড়ের ব্যবসা ছেড়ে দিয়ে মুদ্রা পাচারের অভিযোগে জাহাঙ্গীর গাজী (৩৬) নামের একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর কাছ থেকে ১১ লাখ ৬৪ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করা হয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ চেকিং পয়েন্টে সোমবার ভোরে ওই পাচারকারীকে গ্রেপ্তারের পর বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
মোহাম্মদ জিয়াউল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল জাহাঙ্গীরের। সেখান থেকে আরেকটি কানেকটিং ফ্লাইটে রিজেক্টেড যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আইনেস গেট (সর্বশেষ চেকিং পয়েন্ট) থেকে আমরা তাঁকে আটক করি। পরে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। চ্যালেঞ্জের পর প্রথমে তিনি অস্বীকার করেন। তখন তাঁর শরীর থেকে ৫০ হাজার রিয়েল পাওয়া যায়।’
মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘পরে যখন আমরা চেকিং ও স্ক্যানিং করা শুরু করি, তখন আমরা তাঁর কাছ থেকে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ মোট আটটি দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করি; যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন।’
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাওয়ার পর তাঁকে আমরা আমাদের অফিসে নিয়ে আসি এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ভালোভাবে চেক করি। তল্লাশি শেষে তাঁর কাছ থেকে বাংলাদেশি আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আমরা উদ্ধার করি।’
জিয়াউল হক বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর গাজী একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু গত দুই বছরে তিনি ১২৮ বা ১৩০ বার বিদেশে যাতায়াত করেছেন। জাহাঙ্গীর কমার্শিয়াল যাত্রীর অন্তরালে লাগেজ সুবিধা নিয়ে ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হবে। পরে কাস্টমস কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে একটি মানি লন্ডারিং আইনে মামলা করবেন।

কাপড়ের ব্যবসা ছেড়ে দিয়ে মুদ্রা পাচারের অভিযোগে জাহাঙ্গীর গাজী (৩৬) নামের একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর কাছ থেকে ১১ লাখ ৬৪ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করা হয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ চেকিং পয়েন্টে সোমবার ভোরে ওই পাচারকারীকে গ্রেপ্তারের পর বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
মোহাম্মদ জিয়াউল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল জাহাঙ্গীরের। সেখান থেকে আরেকটি কানেকটিং ফ্লাইটে রিজেক্টেড যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আইনেস গেট (সর্বশেষ চেকিং পয়েন্ট) থেকে আমরা তাঁকে আটক করি। পরে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। চ্যালেঞ্জের পর প্রথমে তিনি অস্বীকার করেন। তখন তাঁর শরীর থেকে ৫০ হাজার রিয়েল পাওয়া যায়।’
মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘পরে যখন আমরা চেকিং ও স্ক্যানিং করা শুরু করি, তখন আমরা তাঁর কাছ থেকে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ মোট আটটি দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করি; যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন।’
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাওয়ার পর তাঁকে আমরা আমাদের অফিসে নিয়ে আসি এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ভালোভাবে চেক করি। তল্লাশি শেষে তাঁর কাছ থেকে বাংলাদেশি আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আমরা উদ্ধার করি।’
জিয়াউল হক বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর গাজী একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু গত দুই বছরে তিনি ১২৮ বা ১৩০ বার বিদেশে যাতায়াত করেছেন। জাহাঙ্গীর কমার্শিয়াল যাত্রীর অন্তরালে লাগেজ সুবিধা নিয়ে ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হবে। পরে কাস্টমস কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে একটি মানি লন্ডারিং আইনে মামলা করবেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে