প্রতিনিধি, মাদারীপুর

পাওনা টাকা চাওয়ায় ছোট ভাই কালাম ব্যাপারীর লাঠির আঘাতে বড় ভাই ফালান ব্যাপারী (৫৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, চার মাস আগে সাহেবরামপুরের আন্ডারচর গ্রামের ফালান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারীর কাছ থেকে কালাম ব্যাপারী জমি বিক্রি বাবদ বায়না হিসেবে ১৪ হাজার টাকা নেন। তার কিছুদিন পরেই জমি দলিল না দিয়ে তাল বাহানা করতে থাকে কালাম ব্যাপারী। এতে শামীম তাঁর চাচার কাছে জমি দলিল দেওয়ার দাবি করে। কিন্তু জমির দলিল না দিয়ে ৪ হাজার টাকা ভাতিজা শামীম ব্যাপারীকে ফেরত দেন তিনি। কিন্তু বাকি ১০ হাজার টাকা বেশ কিছুদিন হলেও ফেরত না দেওয়ায় ফালান ব্যাপারী আজ বেলা সাড়ে ১২টার দিকে কালাম ব্যাপারীর কাছে চাইতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই কালাম ব্যাপারী ঘরের দরজার লাঠি দিয়ে তাঁর বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়ে দেন। এ ঘটনার পরই কালাম ব্যাপারী পরিবার নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে নিহত ফালান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী বলেন, জমি বিক্রির জন্য টাকা নিলেও আমার চাচা জমি দলিল করে দেয়নি। এ নিয়ে আমি ও আমার বাবা চাচাকে কয়েকবার বুঝিয়েছি। কিন্তু তাতে সে কর্ণপাত করেনি। আজ দুপুরে আমার বাবা টাকা ফেরত চাইলে চাচা আমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে আমার বাবা মারা যান।
শামীম ব্যাপারী আরও বলেন, মাত্র ১০ হাজার টাকার জন্য এমন নৃশংস হত্যা মানা যায় না। আমরা কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করব। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ঘটনার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি দেশীয় রামদা ও দরজার লাঠি জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কালাম ব্যাপারী ঘটনার পর থেকেই পালিয়ে আছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে কালাম ব্যাপারী ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল করা হলে তাঁদের পাওয়া যায়নি।

পাওনা টাকা চাওয়ায় ছোট ভাই কালাম ব্যাপারীর লাঠির আঘাতে বড় ভাই ফালান ব্যাপারী (৫৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, চার মাস আগে সাহেবরামপুরের আন্ডারচর গ্রামের ফালান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারীর কাছ থেকে কালাম ব্যাপারী জমি বিক্রি বাবদ বায়না হিসেবে ১৪ হাজার টাকা নেন। তার কিছুদিন পরেই জমি দলিল না দিয়ে তাল বাহানা করতে থাকে কালাম ব্যাপারী। এতে শামীম তাঁর চাচার কাছে জমি দলিল দেওয়ার দাবি করে। কিন্তু জমির দলিল না দিয়ে ৪ হাজার টাকা ভাতিজা শামীম ব্যাপারীকে ফেরত দেন তিনি। কিন্তু বাকি ১০ হাজার টাকা বেশ কিছুদিন হলেও ফেরত না দেওয়ায় ফালান ব্যাপারী আজ বেলা সাড়ে ১২টার দিকে কালাম ব্যাপারীর কাছে চাইতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই কালাম ব্যাপারী ঘরের দরজার লাঠি দিয়ে তাঁর বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়ে দেন। এ ঘটনার পরই কালাম ব্যাপারী পরিবার নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে নিহত ফালান ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী বলেন, জমি বিক্রির জন্য টাকা নিলেও আমার চাচা জমি দলিল করে দেয়নি। এ নিয়ে আমি ও আমার বাবা চাচাকে কয়েকবার বুঝিয়েছি। কিন্তু তাতে সে কর্ণপাত করেনি। আজ দুপুরে আমার বাবা টাকা ফেরত চাইলে চাচা আমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে আমার বাবা মারা যান।
শামীম ব্যাপারী আরও বলেন, মাত্র ১০ হাজার টাকার জন্য এমন নৃশংস হত্যা মানা যায় না। আমরা কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করব। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ঘটনার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি দেশীয় রামদা ও দরজার লাঠি জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কালাম ব্যাপারী ঘটনার পর থেকেই পালিয়ে আছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে কালাম ব্যাপারী ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল করা হলে তাঁদের পাওয়া যায়নি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫