সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।
সোমবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংস) এনামুল হক সাগর।
গত ২৯ জুলাই আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসের চালক ঘটনার দিন আশুলিয়ায় থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাস্থলের একটি ভিডিও হাতে পায় পুলিশ। সেই ভিডিও পর্যালোচনা ও বিশ্লেষণ করে ঘটনার প্রায় ১০ দিন পর বিএনপির কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২৯ জুলাই ঘটনাস্থলের ভিডিও দেখে পুলিশ নিশ্চিত হয়েছে এ ঘটনায় জড়িতরা বিএনপির নেতা-কর্মী। ভিডিওতে তাদের স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরো কয়েকজন। পুলিশ জানিয়েছে ভিডিও দেখে তাঁদেরসহ আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ।
এনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিও আছে। সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।
সোমবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংস) এনামুল হক সাগর।
গত ২৯ জুলাই আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসের চালক ঘটনার দিন আশুলিয়ায় থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাস্থলের একটি ভিডিও হাতে পায় পুলিশ। সেই ভিডিও পর্যালোচনা ও বিশ্লেষণ করে ঘটনার প্রায় ১০ দিন পর বিএনপির কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২৯ জুলাই ঘটনাস্থলের ভিডিও দেখে পুলিশ নিশ্চিত হয়েছে এ ঘটনায় জড়িতরা বিএনপির নেতা-কর্মী। ভিডিওতে তাদের স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরো কয়েকজন। পুলিশ জানিয়েছে ভিডিও দেখে তাঁদেরসহ আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ।
এনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিও আছে। সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে