নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদাবর থানার বেশ কয়েকটি এলাকায় কয়েক হাজার গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে থানা যুবলীগের এক নেতার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, গত সোমবার থেকে তাঁদের এলাকায় ইন্টারনেট সংযোগ নেই।
স্থানীয় কয়েকজন ইন্টারনেট ব্যবসায়ী জানিয়েছেন, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছেন। তুহিন দীর্ঘদিন ধরে আদাবর এলাকায় ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ায় অনেকেই ইন্টারনেটে খেলা দেখছেন। ইন্টারনেটে খেলা দেখা বন্ধ করতেই তিনি এলাকায় ফাইবার কেটে দিয়েছেন। এর আগে ইন্টারনেট ব্যবসায়ীদের এফটিপি সার্ভার বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘কোনো ধরনের ঘোষণা ছাড়াই আমাদের অন্তত তিনটি এলাকার লাইনের ফাইবার কেটে দেওয়া হয়েছে। দুই দিন ধরে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন।’
এর প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সংযোগ প্রদানকারী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি)।
গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, দখলদার অবৈধ ব্যবসায়ী আরিফুল ইসলাম তুহিন ইন্টারনেট ও কেব্ল কেটে দিয়েছেন। এর প্রতিবাদে তারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ইন্টারনেট পুনঃসংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবাদের বিষয়ে সংগঠনটির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘ডিশ কেব্ল ব্যবসায়ী আরিফুর রহমান তুহিন আদাবর এলাকার বায়তুল আমান হাউজিং, মনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং এলাকার সব ইন্টারনেট সংযোগ কেটে দিয়েছেন। এই এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই এলাকার অন্তত ২০ হাজার গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’
প্রতিকার চেয়ে বিটিআরসিসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে ইমদাদুল হক বলেন, ‘বিষয়টি আমরা গণমাধ্যমে জানিয়েছি। পাশাপাশি আমরা বিটিআরসিসহ সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠি দিয়েছি। এমনকি ডিশ কেব্ল অপারেটরদের সংগঠন কোয়াবকেও চিঠি দেওয়া হয়েছে।’
জানতে চাইলে কোয়াবের সভাপতি সৈয়দ মোশাররফ আলী চঞ্চল বলেন, ‘আমরা একটি চিঠি পেয়েছি। কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই ব্যবসায়ী আমাদের সংগঠনের সদস্য না। এরপরও আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের বলেছেন, আলোচনা করে সমাধান করবেন।’
অভিযোগের বিষয়ে জানতে আরিফুর রহমান তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রাজধানীর আদাবর থানার বেশ কয়েকটি এলাকায় কয়েক হাজার গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে থানা যুবলীগের এক নেতার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, গত সোমবার থেকে তাঁদের এলাকায় ইন্টারনেট সংযোগ নেই।
স্থানীয় কয়েকজন ইন্টারনেট ব্যবসায়ী জানিয়েছেন, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছেন। তুহিন দীর্ঘদিন ধরে আদাবর এলাকায় ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ায় অনেকেই ইন্টারনেটে খেলা দেখছেন। ইন্টারনেটে খেলা দেখা বন্ধ করতেই তিনি এলাকায় ফাইবার কেটে দিয়েছেন। এর আগে ইন্টারনেট ব্যবসায়ীদের এফটিপি সার্ভার বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘কোনো ধরনের ঘোষণা ছাড়াই আমাদের অন্তত তিনটি এলাকার লাইনের ফাইবার কেটে দেওয়া হয়েছে। দুই দিন ধরে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন।’
এর প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সংযোগ প্রদানকারী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি)।
গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, দখলদার অবৈধ ব্যবসায়ী আরিফুল ইসলাম তুহিন ইন্টারনেট ও কেব্ল কেটে দিয়েছেন। এর প্রতিবাদে তারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ইন্টারনেট পুনঃসংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবাদের বিষয়ে সংগঠনটির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘ডিশ কেব্ল ব্যবসায়ী আরিফুর রহমান তুহিন আদাবর এলাকার বায়তুল আমান হাউজিং, মনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং এলাকার সব ইন্টারনেট সংযোগ কেটে দিয়েছেন। এই এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই এলাকার অন্তত ২০ হাজার গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’
প্রতিকার চেয়ে বিটিআরসিসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে ইমদাদুল হক বলেন, ‘বিষয়টি আমরা গণমাধ্যমে জানিয়েছি। পাশাপাশি আমরা বিটিআরসিসহ সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠি দিয়েছি। এমনকি ডিশ কেব্ল অপারেটরদের সংগঠন কোয়াবকেও চিঠি দেওয়া হয়েছে।’
জানতে চাইলে কোয়াবের সভাপতি সৈয়দ মোশাররফ আলী চঞ্চল বলেন, ‘আমরা একটি চিঠি পেয়েছি। কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই ব্যবসায়ী আমাদের সংগঠনের সদস্য না। এরপরও আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের বলেছেন, আলোচনা করে সমাধান করবেন।’
অভিযোগের বিষয়ে জানতে আরিফুর রহমান তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে