উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর তুরাগে হাসান (১৯) নামের এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তুরাগের ধউর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত ওই যুবক ধউর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। হামলাকারীরাও একই এলাকার বাসিন্দা।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে এক যুবকের গলায় ছুরিকাঘাতের ঘটনায় ভুক্তভোগীর বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওসি মোস্তফা বলেন, ‘ইফতারের পর ওই স্কুল মাঠে ফুটবল খেলছিল। পরে ছোটরা ছোটদের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। পরে দুই পক্ষই ওদের বড় ভাইদের ফোন করে ডেকে নিয়ে আসছিল। ওরা আসার পর বলছে-খেলা বন্ধ কর। এ নিয়েই কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।’
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ’ ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন আরেক জনকে গলায় খুর দিয়ে পোছ মারছে। পরে আমরা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। তার গলায় ৩০টি সেলাই লেগেছে।’
এক প্রশ্নের জবাবে এসআই মাহমুদ বলেন, ‘এ মামলায় ড্যানিয়ালকে (২৩) প্রধান করে আট-নয় জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। তাদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।’

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর তুরাগে হাসান (১৯) নামের এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তুরাগের ধউর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত ওই যুবক ধউর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। হামলাকারীরাও একই এলাকার বাসিন্দা।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে এক যুবকের গলায় ছুরিকাঘাতের ঘটনায় ভুক্তভোগীর বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওসি মোস্তফা বলেন, ‘ইফতারের পর ওই স্কুল মাঠে ফুটবল খেলছিল। পরে ছোটরা ছোটদের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। পরে দুই পক্ষই ওদের বড় ভাইদের ফোন করে ডেকে নিয়ে আসছিল। ওরা আসার পর বলছে-খেলা বন্ধ কর। এ নিয়েই কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।’
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ’ ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন আরেক জনকে গলায় খুর দিয়ে পোছ মারছে। পরে আমরা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। তার গলায় ৩০টি সেলাই লেগেছে।’
এক প্রশ্নের জবাবে এসআই মাহমুদ বলেন, ‘এ মামলায় ড্যানিয়ালকে (২৩) প্রধান করে আট-নয় জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। তাদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে