Ajker Patrika

সোনারগাঁয়ে হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৫২
সোনারগাঁয়ে হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার দুপুরে র‍্যাব-১১ এর সদর দপ্তরে কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে শনিবার রাতে কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অভিযুক্ত স্বামী হত্যার দায় স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। 

লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ১৫ বছর আগে পারিবারিকভাবে নিহত আঁখির সঙ্গে সাইদুরের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। পারিবারিক কলহের জেরেই গত বৃহস্পতিবার রাতে আঁখিকে লোহার শিকলে বেঁধে সন্তানদের সামনে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে হত্যার পর পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় সাইদুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তাঁদের ঘর থেকে ছেলেদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। এ সময় হাত-পা বাঁধা, মুখ রক্তাক্ত ও থেঁতলানো অবস্থায় গৃহবধূ আঁখিকে দেখতে পান তাঁরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সাইদুর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত