Ajker Patrika

নার্স নিয়োগে ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০: ০৮
নার্স নিয়োগে ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চক্রটি অন্তত ৪৪ জন পরীক্ষার্থীর কাছে থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী এক তরুণী রাজধানীর শাহবাগ থানায় মামলা করার পর চক্রের হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন—এমরান হোসেন ও আহমদ উল্লাহ ফয়সাল। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্রের সামনে ঘুরে ঘুরে চাকরি প্রত্যাশীদের টার্গেট করতেন তাঁরা। পরবর্তীতে সেখানে তাঁদের সঙ্গে কথা বলে মোবাইল নম্বর নিয়ে আসতেন। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। এ জন্য প্রতি চাকরি প্রত্যাশীর সঙ্গে তিন লাখ টাকার চুক্তি করতেন। চুক্তির পরই নিজেদের মতো করে বানানো নিয়োগ পত্র তাঁদের হাতে ধরিয়ে দিতেন। 

সাদিয়া খাতুন নামের ভুক্তভোগী নারী মামলার অভিযোগে বলেছেন, তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। তিনি বর্তমানে ঢাকার রামপুরা এলাকায় থাকেন। সম্প্রতি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরির আবেদন করেন। রাজধানীতেই এক পরীক্ষা কেন্দ্র তাঁর সঙ্গে পরিচয় হয় এমরান হোসেনের। তিন লাখ টাকার বিনিময়ে চাকরির চুক্তি করেন। এরপর গত ফেব্রুয়ারি মাসে তিন ধাপে দেড় লাখ টাকা দেন। পরে চক্রটির দেওয়া নিয়োগপত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখা এটা ভুয়া নিয়োগপত্র বলে জানান। এরপর তিনি মামলা করেন। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ তদন্ত বিভাগে টিম লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হক বলেন, এই চক্র এভাবেই অনেকের কাছে থেকে ভুয়া নিয়োগ দিয়ে টাকা আত্মসাৎ করেছে। চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি কেউ থাকলে তাঁদেরও খোঁজা হচ্ছে। পুলিশের এই কর্মকর্তা সহজ উপায়ে চাকরি নিতে গিয়ে এমন প্রতারণার ফাঁদে না পড়ার বিষয়ে সতর্ক থাকতে বলেন।

প্রতারণা সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত