নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মহাখালী কাঁচা বাজার এলাকায় যুবকের মাথা কাটা দেহ উদ্ধারের এক ঘণ্টা পর বস্তাবন্দী হাত পা উদ্ধার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। এই ঘটনায় ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ওই যুবকের মাথা খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া এই যুবকের নাম ময়না মিয়া। ১৯৮৩ সালে জন্ম নেওয়া ময়না মিয়ার দেশের বাড়ি সিলেটে। কিন্তু কিশোরগঞ্জ শ্বশুর বাড়িতে থাকেন। ময়নার দুই বউয়ের মধ্যে একজন কিশোরগঞ্জ ও অন্যজন ঢাকায় থাকে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে আমরা জেরা করার জন্য তাঁর দ্বিতীয় স্ত্রীকে আটক করেছি। প্রথম স্ত্রীকে এখনো খুঁজে পাইনি। ধারণা করা হচ্ছে দুই স্ত্রী নিয়ে ঝামেলা কোন এক কারণেই তাঁকে খুন করা হয়েছে।
এর আগে গত রোববার রাতে মহাখালী কাঁচা বাজারের পাশে লাশটি উদ্ধারের করে বনানী থানা-পুলিশ। বস্তাবন্দী মরদেহের হাত, পা, মাথা কাটা ছিল। এ ঘটনার এক ঘণ্টা পর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে হাত ও পা উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। পরবর্তীতে দেখা যায় টুকরোগুলো একই ব্যক্তির।
মাথা হাত পা ছাড়া দেহ উদ্ধারের পর গতকাল রাতেই বনানী থানার এসআই রাজিব তালুকদার বলেন, মসজিদ গলিতে একটি বস্তায় সন্দেহভাজন কিছু পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উদ্ধারকৃত মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সিসিটিভি বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করার কাজ চলছে।

ঢাকা: মহাখালী কাঁচা বাজার এলাকায় যুবকের মাথা কাটা দেহ উদ্ধারের এক ঘণ্টা পর বস্তাবন্দী হাত পা উদ্ধার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। এই ঘটনায় ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ওই যুবকের মাথা খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া এই যুবকের নাম ময়না মিয়া। ১৯৮৩ সালে জন্ম নেওয়া ময়না মিয়ার দেশের বাড়ি সিলেটে। কিন্তু কিশোরগঞ্জ শ্বশুর বাড়িতে থাকেন। ময়নার দুই বউয়ের মধ্যে একজন কিশোরগঞ্জ ও অন্যজন ঢাকায় থাকে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে আমরা জেরা করার জন্য তাঁর দ্বিতীয় স্ত্রীকে আটক করেছি। প্রথম স্ত্রীকে এখনো খুঁজে পাইনি। ধারণা করা হচ্ছে দুই স্ত্রী নিয়ে ঝামেলা কোন এক কারণেই তাঁকে খুন করা হয়েছে।
এর আগে গত রোববার রাতে মহাখালী কাঁচা বাজারের পাশে লাশটি উদ্ধারের করে বনানী থানা-পুলিশ। বস্তাবন্দী মরদেহের হাত, পা, মাথা কাটা ছিল। এ ঘটনার এক ঘণ্টা পর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে হাত ও পা উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। পরবর্তীতে দেখা যায় টুকরোগুলো একই ব্যক্তির।
মাথা হাত পা ছাড়া দেহ উদ্ধারের পর গতকাল রাতেই বনানী থানার এসআই রাজিব তালুকদার বলেন, মসজিদ গলিতে একটি বস্তায় সন্দেহভাজন কিছু পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উদ্ধারকৃত মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সিসিটিভি বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করার কাজ চলছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে