Ajker Patrika

মাটি ইটের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছিল সার, কারখানা সিলগালা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
মাটি ইটের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছিল সার, কারখানা সিলগালা

রাজবাড়ীর পাংশায় মাটি, বালি, ইটের গুঁড়া ও কুচি পাথরের সঙ্গে রং ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল সার ও কীটনাশক। রাজবাড়ীর পাংশায় এমন একটি অবৈধ সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

কারখানাটি উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর বাজার মাদ্রাসা সংলগ্ন পোস্ট অফিসের পেছনে বঙ্গবন্ধু নতুন বাজারে অবস্থিত। অভিযান পরিচালনার সময় কারখানার কাউকে পাওয়া যায়নি।

আজ শনিবার বেলা ১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন। 

অভিযান চালিয়ে অবৈধ সার কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালতসহকারী কমিশনার নুজহাত জানান, কারখানাটিতে নামীদামি ব্র্যান্ডের ওষুধ কোম্পানির মোড়ক, বস্তাভর্তি মাটি, বালি, ইটের গুঁড়া, কুচি পাথর ও রংসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে। তবে কারখানায় কাউকে না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাসানের জিম্মায় কারখানাটি সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে আগামীকাল রোববার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যবস্থা নেবেন। 

স্থানীয়রা জানান, বিগত তিন থেকে চার মাস যাবৎ কামরুল হাসান নামের এক ব্যক্তি বাজারের কয়েকটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করে আসছেন। কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের ইসলাম শেখের (মৃত) ছেলে। 

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন সহ থানা পুলিশের একটি টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত