নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি আরও তিন দিন সময় চেয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সময়ের আবেদন করল তদন্ত কমিটি।
আজ রোববার তদন্ত কমিটি ডিএমপি কমিশনার গোলাম ফারুকের কাছে সময় চেয়ে আবেদন করে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ওই কর্মকর্তা বলেন, ‘আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তদন্ত শেষ না হওয়ায় তাঁরা পুনরায় তিন দিন সময় বাড়ানোর আবেদন করেছেন। ডিএমপি কমিশনার এখন বিষয়টি দেখবেন।’
গত ৯ সেপ্টেম্বর ওই ঘটনার পরদিন ১০ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু তারা পুনরায় পাঁচ দিন সময় বাড়ানোর আবেদন করে। তাদের আবেদন মঞ্জুর করে গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কমিটি আরও সাত কার্যদিবস সময় চাইলে তিন কার্যদিবস সময় বাড়ানো হয়।
তদন্ত কমিটির সভাপতি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। সদস্যরা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম।
গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের তৎকালীন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন–অর–রশীদের বিরুদ্ধে। আলোচিত এ ঘটনার পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এ ছাড়া শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।

রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি আরও তিন দিন সময় চেয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সময়ের আবেদন করল তদন্ত কমিটি।
আজ রোববার তদন্ত কমিটি ডিএমপি কমিশনার গোলাম ফারুকের কাছে সময় চেয়ে আবেদন করে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ওই কর্মকর্তা বলেন, ‘আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তদন্ত শেষ না হওয়ায় তাঁরা পুনরায় তিন দিন সময় বাড়ানোর আবেদন করেছেন। ডিএমপি কমিশনার এখন বিষয়টি দেখবেন।’
গত ৯ সেপ্টেম্বর ওই ঘটনার পরদিন ১০ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু তারা পুনরায় পাঁচ দিন সময় বাড়ানোর আবেদন করে। তাদের আবেদন মঞ্জুর করে গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কমিটি আরও সাত কার্যদিবস সময় চাইলে তিন কার্যদিবস সময় বাড়ানো হয়।
তদন্ত কমিটির সভাপতি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। সদস্যরা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম।
গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের তৎকালীন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন–অর–রশীদের বিরুদ্ধে। আলোচিত এ ঘটনার পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এ ছাড়া শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে