ক্রীড়া ডেস্ক

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
ভারত ভিসা প্রত্যাখ্যান করেছে বলে সামাজিক মাধ্যমে গতকাল দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে গতকাল সন্ধ্যায় এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ভারত ভিসা প্রত্যাখ্যান করেছে। তবে জিতল কেএফসি।’ আলীর দাবি, শুধু তিনিই নন, পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান করেছে ভারত। অপর তিন ক্রিকেটার হলেন উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, পেসার এহসান আদিল ও লেগস্পিনার মোহাম্মদ মহসিন।
পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটারের ভিসা যে প্রত্যাখ্যান করেছে ভারত, তা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আলী খানের পাশাপাশি তাঁদের ভিসা প্রত্যাখ্যানের খবর নিয়ে প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট ও আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ছড়িয়ে পড়া খবরের আসল ঘটনাটি এখনো অস্পষ্ট। যদি আলী খানের দাবি সত্যি হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেই চার পাকিস্তানি ক্রিকেটার কমপক্ষে বিশ্বকাপের তিন ম্যাচ মিস করবেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর প্রথম দিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ১০ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তানের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। মুম্বাই, কলম্বো ঘুরে যুক্তরাষ্ট্র দলের এরপর যেতে হবে চেন্নাইয়ে। ১৩ ও ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নামিবিয়া।
যে চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভারতের ভিসা প্রত্যাখ্যানের খবর শোনা গেছে, তাঁদের মধ্যে আলী খান ও জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের হয়ে নিয়মিত খেলছেন। মহসিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আদিল ২০১৩ থেকে ২০১৫ সালে পাকিস্তানের হয়ে ৩ টেস্ট ও ৬ ওয়ানডে খেলেছেন। তবে যুক্তরাষ্ট্রের হয়ে এখনো তাঁর অভিষেক হয়নি।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
ভারত ভিসা প্রত্যাখ্যান করেছে বলে সামাজিক মাধ্যমে গতকাল দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে গতকাল সন্ধ্যায় এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ভারত ভিসা প্রত্যাখ্যান করেছে। তবে জিতল কেএফসি।’ আলীর দাবি, শুধু তিনিই নন, পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান করেছে ভারত। অপর তিন ক্রিকেটার হলেন উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, পেসার এহসান আদিল ও লেগস্পিনার মোহাম্মদ মহসিন।
পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটারের ভিসা যে প্রত্যাখ্যান করেছে ভারত, তা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আলী খানের পাশাপাশি তাঁদের ভিসা প্রত্যাখ্যানের খবর নিয়ে প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট ও আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ছড়িয়ে পড়া খবরের আসল ঘটনাটি এখনো অস্পষ্ট। যদি আলী খানের দাবি সত্যি হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেই চার পাকিস্তানি ক্রিকেটার কমপক্ষে বিশ্বকাপের তিন ম্যাচ মিস করবেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর প্রথম দিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ১০ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তানের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। মুম্বাই, কলম্বো ঘুরে যুক্তরাষ্ট্র দলের এরপর যেতে হবে চেন্নাইয়ে। ১৩ ও ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নামিবিয়া।
যে চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভারতের ভিসা প্রত্যাখ্যানের খবর শোনা গেছে, তাঁদের মধ্যে আলী খান ও জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের হয়ে নিয়মিত খেলছেন। মহসিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আদিল ২০১৩ থেকে ২০১৫ সালে পাকিস্তানের হয়ে ৩ টেস্ট ও ৬ ওয়ানডে খেলেছেন। তবে যুক্তরাষ্ট্রের হয়ে এখনো তাঁর অভিষেক হয়নি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে