ক্রীড়া ডেস্ক

দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
এবারের বিপিএলের নিলামে এত দামে বিক্রি হননি আর কোনো ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় বিক্রি হয়েছেন তাওহীদ হৃদয়। এই ব্যাটারের ঠিকানা রংপুর রাইডার্স। কোটি টাকায় কেনা নাঈমের প্রতি স্বাভাবিকভাবেই চট্টগ্রামের প্রত্যাশাটা আকাশচুম্বী। বিপিএলের সিলেট পর্ব শেষে সে প্রত্যাশার কতটুকুই পূরণ করতে পেরেছেন এই ওপেনার সেটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে।
এখন পর্যন্ত মাঠে নামা ৭ ম্যাচে ১৯৭ রান করেছেন নাঈম। রান সংগ্রাহকদের তালিকার ছয়ে আছেন তিনি। স্ট্রাইকরেট ১৩৫.৮৬। রান কিংবা স্ট্রাইকরেটের চেয়েও আলোচনার বিষয় নাঈমের পারফরম্যান্স চট্টগ্রামের জন্য কতটা কাজে লেগেছে। ৭ ইনিংসের মধ্যে মাত্র তিনটিতে চাহিদা মেটাতে পেরেছেন নাঈম। বাকি ৪ ইনিংসেই ব্যর্থ তিনি।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে প্রথম ম্যাচে ১১ বলে সমান রান করে ফেরেন নাঈম। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। সে ম্যাচ হেরেছে চট্টগ্রাম। এরপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাঁর অবদান ৪০ বলে ৫৪ রান। নিজেদের চতুর্থ ম্যাচে সিলেটকে হারায় চট্টগ্রাম। সে ম্যাচে ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন নাঈম।
বিপিএলের চলতি পর্বে এখন পর্যন্ত নাঈমের জন্য স্মরণীয় ম্যাচ ওই একটাই। পরবর্তী ৩ ম্যাচে হতাশ করেছেন তিনি; খেলেছেন ১৬,১৮ ও ৭ রানের ইনিংস। ম্যাচগুলোতে তাঁর স্ট্রাইকরেট ছিল একশ বা তার সামান্য ওপরে। নাঈম সেভাবে প্রত্যাশা মেটাতে না পারলেও চট্টগ্রাম আছে দারুণ ছন্দেই। ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছেন শেখ মেহেদি হাসানের দল।

দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
এবারের বিপিএলের নিলামে এত দামে বিক্রি হননি আর কোনো ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় বিক্রি হয়েছেন তাওহীদ হৃদয়। এই ব্যাটারের ঠিকানা রংপুর রাইডার্স। কোটি টাকায় কেনা নাঈমের প্রতি স্বাভাবিকভাবেই চট্টগ্রামের প্রত্যাশাটা আকাশচুম্বী। বিপিএলের সিলেট পর্ব শেষে সে প্রত্যাশার কতটুকুই পূরণ করতে পেরেছেন এই ওপেনার সেটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে।
এখন পর্যন্ত মাঠে নামা ৭ ম্যাচে ১৯৭ রান করেছেন নাঈম। রান সংগ্রাহকদের তালিকার ছয়ে আছেন তিনি। স্ট্রাইকরেট ১৩৫.৮৬। রান কিংবা স্ট্রাইকরেটের চেয়েও আলোচনার বিষয় নাঈমের পারফরম্যান্স চট্টগ্রামের জন্য কতটা কাজে লেগেছে। ৭ ইনিংসের মধ্যে মাত্র তিনটিতে চাহিদা মেটাতে পেরেছেন নাঈম। বাকি ৪ ইনিংসেই ব্যর্থ তিনি।
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে প্রথম ম্যাচে ১১ বলে সমান রান করে ফেরেন নাঈম। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। সে ম্যাচ হেরেছে চট্টগ্রাম। এরপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাঁর অবদান ৪০ বলে ৫৪ রান। নিজেদের চতুর্থ ম্যাচে সিলেটকে হারায় চট্টগ্রাম। সে ম্যাচে ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন নাঈম।
বিপিএলের চলতি পর্বে এখন পর্যন্ত নাঈমের জন্য স্মরণীয় ম্যাচ ওই একটাই। পরবর্তী ৩ ম্যাচে হতাশ করেছেন তিনি; খেলেছেন ১৬,১৮ ও ৭ রানের ইনিংস। ম্যাচগুলোতে তাঁর স্ট্রাইকরেট ছিল একশ বা তার সামান্য ওপরে। নাঈম সেভাবে প্রত্যাশা মেটাতে না পারলেও চট্টগ্রাম আছে দারুণ ছন্দেই। ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছেন শেখ মেহেদি হাসানের দল।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে