মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের ওপর হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী মো. শাকিলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাকিল ফেনীর জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের ছেলে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
মো. নুরুল আবছার জানান, গত ২৫ মে র্যাবের একটি দল কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় যায়। সেখানে মাদক কারবারিরা একত্রিত হয়ে র্যাবের গাড়িকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তাঁরা ব্যারিকেড দিতে ব্যর্থ হলে পরবর্তীতে বারইয়ারহাট ফুটওভার ব্রিজ এলাকায় ২টি কাভার্ডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়ায়। এ সময় দুষ্কৃতকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে র্যাবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় র্যাবের দুই সদস্য ও একজন সোর্স গুরুতর আহত হন এবং একটি প্রাইভেটকার ভাঙচুর করে। এ ঘটনার প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি, সিসি টিভির ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে ২৬ মে জোরারগঞ্জ ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে মাদকদ্রব্যসহ আটক করে।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, র্যাবের ওপর হামলাকারী মূল হোতা মো. শাকিল ঘটনার পরপরই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে ২ মাস আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর টোল প্লাজায় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, র্যাবের ওপর হামলার মূল আসামি মো. শাকিলকে আজ বুধবার ভোরে থানায় হস্তান্তর করা হয়েছে। একইদিন দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের ওপর হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী মো. শাকিলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাকিল ফেনীর জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের ছেলে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
মো. নুরুল আবছার জানান, গত ২৫ মে র্যাবের একটি দল কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় যায়। সেখানে মাদক কারবারিরা একত্রিত হয়ে র্যাবের গাড়িকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তাঁরা ব্যারিকেড দিতে ব্যর্থ হলে পরবর্তীতে বারইয়ারহাট ফুটওভার ব্রিজ এলাকায় ২টি কাভার্ডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়ায়। এ সময় দুষ্কৃতকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে র্যাবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় র্যাবের দুই সদস্য ও একজন সোর্স গুরুতর আহত হন এবং একটি প্রাইভেটকার ভাঙচুর করে। এ ঘটনার প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি, সিসি টিভির ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে ২৬ মে জোরারগঞ্জ ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে মাদকদ্রব্যসহ আটক করে।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, র্যাবের ওপর হামলাকারী মূল হোতা মো. শাকিল ঘটনার পরপরই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে ২ মাস আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর টোল প্লাজায় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, র্যাবের ওপর হামলার মূল আসামি মো. শাকিলকে আজ বুধবার ভোরে থানায় হস্তান্তর করা হয়েছে। একইদিন দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে