Ajker Patrika

ম্যাজিক লাইটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ম্যাজিক লাইটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ম্যাজিক লাইট দেওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শিশুটির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এতে মো. শাহিন (১৯) নামে এক যুবককে আসামি করা হয়েছে।

অভিযুক্ত শাহিন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াসিননগর এলাকার মো. নেজাম উদ্দিনের ছেলে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি জানান, গত বুধবার বিকেলে শিশুটিকে ঘরে একা পেয়ে অভিযুক্ত শাহীন ম্যাজিক লাইট দেওয়ার লোভ দেখিয়ে তাদের ঘরে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে শাহিন ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এই সময় শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে শাহিন কৌশলে ঘরের দরজা খুলে পালিয়ে যায়। 

ঘটনার পর শিশুটিকে তার পরিবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভুক্তভোগী বর্তমানে চমেক হাসপাতালের ওসিসি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। 

সুমন বণিক বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শাহিন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত