নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রবাসীকে খুনের পর বাড়ির লোকজনকে বের করে দিয়ে তালা মেরেছিল সন্ত্রাসীরা। সেই তালা খুলে দিয়েছে পুলিশ। তবে ওই পরিবারের সদস্যরা এখনো বাড়িতে ফেরেননি।
১৮ মার্চ চট্টগ্রামের রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়া এলাকায় নিহত মুছার পৈতৃক বাড়িতে গিয়ে তালা খুলে দেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুছার শ্বশুর নুরুল আজগর। তিনি বলেন, তালা খুললেও ভয়ে ওই বাড়িতে কেউ যাচ্ছেন না।
এর আগে ১৭ বছর পর দেশে ফিরে গত ১৬ ফেব্রুয়ারি মা-বাবার কবর জিয়ারত করতে রাউজানে গ্রামের বাড়ি যান প্রবাসী আবু মুছা। দেশে ফিরে তিনি হাটহাজারী শ্বশুরবাড়িতে উঠেছিলেন। পরিবারের অভিযোগ, এ সময় সরকারদলীয় সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক মারধর করে। এতে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় থানা-পুলিশ মামলা না নিলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার এক মাসের মাথায় আদালতে মামলা করা হয়। মামলায় আসামি করা হয় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাসহ ১৪ জনকে।
অভিযোগ রয়েছে, ওই মামলার পর আসামিদের লোকজন মুছার পৈতৃক বাড়িতে হামলা করে পরিবারের সদস্যদের ভেতরে রেখেই দরজাগুলোতে তালা মেরে দেয়। পরে জানালা ভেঙে তাঁদের বের করে আনা হলেও তালাগুলো খোলা হয়নি। সেখানে পুলিশ উপস্থিত হলেও তালা খোলা খোলেনি। ১৭ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘প্রবাসী খুন: মামলা করায় ঘরে তালা, পুড়িয়ে ফেলার হুমকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
তালা খোলার পরও ভয়ে পরিবারের লোকজন না ফেরার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমি আপনার কাছ থেকে শুনেছি। আমার জানামতে, ওনারা ওনাদের বাড়িতেই আছেন। আমরা ওনাদের সব ধরনের নিরাপত্তাব্যবস্থা প্রদানের আশ্বাস দিয়েছি।’

প্রবাসীকে খুনের পর বাড়ির লোকজনকে বের করে দিয়ে তালা মেরেছিল সন্ত্রাসীরা। সেই তালা খুলে দিয়েছে পুলিশ। তবে ওই পরিবারের সদস্যরা এখনো বাড়িতে ফেরেননি।
১৮ মার্চ চট্টগ্রামের রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়া এলাকায় নিহত মুছার পৈতৃক বাড়িতে গিয়ে তালা খুলে দেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুছার শ্বশুর নুরুল আজগর। তিনি বলেন, তালা খুললেও ভয়ে ওই বাড়িতে কেউ যাচ্ছেন না।
এর আগে ১৭ বছর পর দেশে ফিরে গত ১৬ ফেব্রুয়ারি মা-বাবার কবর জিয়ারত করতে রাউজানে গ্রামের বাড়ি যান প্রবাসী আবু মুছা। দেশে ফিরে তিনি হাটহাজারী শ্বশুরবাড়িতে উঠেছিলেন। পরিবারের অভিযোগ, এ সময় সরকারদলীয় সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক মারধর করে। এতে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় থানা-পুলিশ মামলা না নিলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার এক মাসের মাথায় আদালতে মামলা করা হয়। মামলায় আসামি করা হয় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাসহ ১৪ জনকে।
অভিযোগ রয়েছে, ওই মামলার পর আসামিদের লোকজন মুছার পৈতৃক বাড়িতে হামলা করে পরিবারের সদস্যদের ভেতরে রেখেই দরজাগুলোতে তালা মেরে দেয়। পরে জানালা ভেঙে তাঁদের বের করে আনা হলেও তালাগুলো খোলা হয়নি। সেখানে পুলিশ উপস্থিত হলেও তালা খোলা খোলেনি। ১৭ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘প্রবাসী খুন: মামলা করায় ঘরে তালা, পুড়িয়ে ফেলার হুমকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
তালা খোলার পরও ভয়ে পরিবারের লোকজন না ফেরার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমি আপনার কাছ থেকে শুনেছি। আমার জানামতে, ওনারা ওনাদের বাড়িতেই আছেন। আমরা ওনাদের সব ধরনের নিরাপত্তাব্যবস্থা প্রদানের আশ্বাস দিয়েছি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে