Ajker Patrika

চাচা হত্যা মামলায় ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৪: ৩৭
চাচা হত্যা মামলায় ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের শ্রীরামপুর এলাকায় চাচা হারুনুর রশিদকে কুপিয়ে হত্যার মামলায় ভাতিজা আরিফ হোসেন রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না দণ্ডপ্রাপ্ত আসামি আরিফ হোসেন রুবেল। দীর্ঘদিন ধরে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন তিনি। আরিফ হোসেন রুবেল সদর উপজেলার দত্তপাড়ার শ্রীরামপুর এলাকার আবুল বাসারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন জানান, চাচাকে হত্যা মামলায় ভাতিজা আরিফ হোসেন রুবেলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান তিনি। 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের শ্রীরামপুর এলাকায় ২০০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে পারিবারিক বিরোধে চাচা হারুনুর রশিদকে কুপিয়ে গুরুতর আহত করেন ভাতিজা আরিফ হোসেন রুবেল। পরদিন নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুনুর রশিদ। ওই দিন রাতে আরিফ হোসেনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় নিহতের স্ত্রী সুইটি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর আরিফ হোসেন রুবেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে প্রায় সাড়ে তিন বছর পর এই মামলার রায় দেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বলেন, চাচাকে হত্যা মামলায় ভাতিজা আরিফ হোসেন রুবেলের এই রায় দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত