নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চাঞ্চল্যকর রঞ্জন রায়ের হত্যা মামলার পুনরায় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রামে মিরসরাই থানায় দায়ের হওয়া এ মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন সিআইডি পরিদর্শক মুহাম্মদ শরীফ।
সিআইডি কর্মকর্তা মুহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, রোববার সিআইডির প্রধান কার্যালয়ের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে সিআইডির পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার কাছ থেকে মামলাটির ডকুমেন্টস সবকিছু বুঝে নেওয়া হয়েছে। শিগগিরই তদন্তকাজ শুরু করা হবে।
এর আগে প্রায় দেড় বছর মামলাটির তদন্ত করেছিলেন একই দপ্তরের আরেক কর্মকর্তা সিআইডি পরিদর্শক মোজাহেদুল ইসলাম। তদন্ত কর্মকর্তা দেড় মাস আগে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়ে জেলা দায়রা জজ আদালতের পিপির মতামতের জন্য আবেদন করেন। গত ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন অগ্রাহ্য করে পিপি সিরাজুল ইসলাম চৌধুরী এ বিষয়ে লিখিত মতামত দেন।
জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে মিরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকা থেকে নিখোঁজ হন রঞ্জন রায়। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকা থেকে মিরসরাইয়ে শ্রমিকের কাজ করতে এসেছিলেন তিনি। দীর্ঘদিন তাঁর খোঁজ না পেয়ে বাবা যতীশ রায় মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই নিখোঁজ যুবকের ঘটনা তদন্ত করে থানার পুলিশ বলেছিল ওই যুবক খুন হয়েছেন। কয়েকজন মিলে তাঁকে হত্যা করে লাশ গভীর জঙ্গলে ফেলা দেওয়া হয় বলে পুলিশ প্রতিবেদন দেন। ঘটনা সত্য বলে গ্রেপ্তার দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। মামলাটির তদন্তে ছিলেন মিরসরাই থানার উপপরিদর্শক তাপস রায়।
পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। সিআইডি কর্মকর্তা মোজাহেদুল ইসলাম প্রায় দেড় বছর তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদনে বলেছেন, ওই যুবক খুন হননি। মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। মৃত যুবকের ডিএনএ টেস্ট ও চিকিৎসকের মতামতসহ অন্যান্য পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছে সিআইডি। এ সময় মিরসরাই থানায় দায়ের হওয়া হত্যা মামলাটি (৮ (৭) ২০১৯) তথ্যগত ভুল এবং হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছিলেন।
মামলার তথ্যে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মিরসরাই পৌরসভার তালবাড়িয়া গ্রামের মো. লাদেনের ছেলে মো. বাদশা ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার রসনী রায়ের ছেলে দীপু রায়।

চট্টগ্রামে চাঞ্চল্যকর রঞ্জন রায়ের হত্যা মামলার পুনরায় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রামে মিরসরাই থানায় দায়ের হওয়া এ মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন সিআইডি পরিদর্শক মুহাম্মদ শরীফ।
সিআইডি কর্মকর্তা মুহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, রোববার সিআইডির প্রধান কার্যালয়ের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে সিআইডির পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার কাছ থেকে মামলাটির ডকুমেন্টস সবকিছু বুঝে নেওয়া হয়েছে। শিগগিরই তদন্তকাজ শুরু করা হবে।
এর আগে প্রায় দেড় বছর মামলাটির তদন্ত করেছিলেন একই দপ্তরের আরেক কর্মকর্তা সিআইডি পরিদর্শক মোজাহেদুল ইসলাম। তদন্ত কর্মকর্তা দেড় মাস আগে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়ে জেলা দায়রা জজ আদালতের পিপির মতামতের জন্য আবেদন করেন। গত ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন অগ্রাহ্য করে পিপি সিরাজুল ইসলাম চৌধুরী এ বিষয়ে লিখিত মতামত দেন।
জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে মিরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকা থেকে নিখোঁজ হন রঞ্জন রায়। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকা থেকে মিরসরাইয়ে শ্রমিকের কাজ করতে এসেছিলেন তিনি। দীর্ঘদিন তাঁর খোঁজ না পেয়ে বাবা যতীশ রায় মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই নিখোঁজ যুবকের ঘটনা তদন্ত করে থানার পুলিশ বলেছিল ওই যুবক খুন হয়েছেন। কয়েকজন মিলে তাঁকে হত্যা করে লাশ গভীর জঙ্গলে ফেলা দেওয়া হয় বলে পুলিশ প্রতিবেদন দেন। ঘটনা সত্য বলে গ্রেপ্তার দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। মামলাটির তদন্তে ছিলেন মিরসরাই থানার উপপরিদর্শক তাপস রায়।
পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। সিআইডি কর্মকর্তা মোজাহেদুল ইসলাম প্রায় দেড় বছর তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদনে বলেছেন, ওই যুবক খুন হননি। মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। মৃত যুবকের ডিএনএ টেস্ট ও চিকিৎসকের মতামতসহ অন্যান্য পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছে সিআইডি। এ সময় মিরসরাই থানায় দায়ের হওয়া হত্যা মামলাটি (৮ (৭) ২০১৯) তথ্যগত ভুল এবং হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছিলেন।
মামলার তথ্যে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মিরসরাই পৌরসভার তালবাড়িয়া গ্রামের মো. লাদেনের ছেলে মো. বাদশা ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার রসনী রায়ের ছেলে দীপু রায়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫