ফেনী প্রতিনিধি

ফেনীতে ৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সেন্টমার্টিন গণপরিবহন নামে একটি বাস জব্দ করা হয়। আজ বুধবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকার আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ইয়াবা বড়িগুলো উদ্বারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামি সুপারভাইজার মো. বিলাস ফরিদপুর জেলার সালথা থানার আবুল মাতাব্বরের ছেলে ও হেলপার রিপন হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার তেজরোল এলাকার মুনতাজ আলীর ছেলে।
ফেনী র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন গণপরিবহন নামে একটি বাসে তল্লাশি চালায় তারা। একপর্যায়ে বাসের সুপারভাইজার মো. বিলাস ও হেলপার রিপন হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের প্যান্টের পকেট এবং একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪৩টি নীল রঙের পলিজিপার প্যাকেটে ৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়ি লুকানো অবস্থায় উদ্ধার হয়।
সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী আরও বলেন, উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪২ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার ও হেলপার জানান পেশার আড়ালে তাঁরা কৌশলে দীর্ঘদিন পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার থেকে ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিলেন।
পরে গ্রেপ্তার আসামিসহ উদ্ধার মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনীতে ৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সেন্টমার্টিন গণপরিবহন নামে একটি বাস জব্দ করা হয়। আজ বুধবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকার আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ইয়াবা বড়িগুলো উদ্বারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামি সুপারভাইজার মো. বিলাস ফরিদপুর জেলার সালথা থানার আবুল মাতাব্বরের ছেলে ও হেলপার রিপন হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার তেজরোল এলাকার মুনতাজ আলীর ছেলে।
ফেনী র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন গণপরিবহন নামে একটি বাসে তল্লাশি চালায় তারা। একপর্যায়ে বাসের সুপারভাইজার মো. বিলাস ও হেলপার রিপন হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের প্যান্টের পকেট এবং একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪৩টি নীল রঙের পলিজিপার প্যাকেটে ৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়ি লুকানো অবস্থায় উদ্ধার হয়।
সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী আরও বলেন, উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪২ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার ও হেলপার জানান পেশার আড়ালে তাঁরা কৌশলে দীর্ঘদিন পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার থেকে ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিলেন।
পরে গ্রেপ্তার আসামিসহ উদ্ধার মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে