আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতে ভুল করে অনুপ্রবেশের অপরাধে সাজা খেটে আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন হৃদয় বসু নামে এক বাংলাদেশি যুবক। আজ শনিবার বিকেলে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফেরেন ওই যুবক।
এ সময় ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দেশে ফেরত আসা বাংলাদেশি ওই যুবক বাগেরহাটের চিতলমারী উপজেলার কুড়মুড়ি গ্রামের রঞ্জিত বসুর ছেলে।
হৃদয় বসু জানান, চলতি বছরের জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়। পরে খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তপথে নিজের অজান্তেই ভুল করে সীমানা অতিক্রম করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন।
পরে আদালত তাঁকে রাজ্যের উদয়পুর অবজারভেশন হোমে পাঠায়। পরবর্তীকালে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁর স্বজনের খোঁজ বের করা হয়।
পরে বাংলাদেশের সহকারী হাইকমিশন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। এ যোগাযোগের ভিত্তিতে সাত মাস পর আজ শনিবার বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে হৃদয়কে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রূহি, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মো. খাইরুল আলম ছাড়াও ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতে ভুল করে অনুপ্রবেশের অপরাধে সাজা খেটে আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন হৃদয় বসু নামে এক বাংলাদেশি যুবক। আজ শনিবার বিকেলে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফেরেন ওই যুবক।
এ সময় ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দেশে ফেরত আসা বাংলাদেশি ওই যুবক বাগেরহাটের চিতলমারী উপজেলার কুড়মুড়ি গ্রামের রঞ্জিত বসুর ছেলে।
হৃদয় বসু জানান, চলতি বছরের জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়। পরে খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তপথে নিজের অজান্তেই ভুল করে সীমানা অতিক্রম করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন।
পরে আদালত তাঁকে রাজ্যের উদয়পুর অবজারভেশন হোমে পাঠায়। পরবর্তীকালে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁর স্বজনের খোঁজ বের করা হয়।
পরে বাংলাদেশের সহকারী হাইকমিশন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। এ যোগাযোগের ভিত্তিতে সাত মাস পর আজ শনিবার বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে হৃদয়কে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রূহি, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মো. খাইরুল আলম ছাড়াও ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫