
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার দায় অস্বীকার করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। আজ বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক পোস্টে সংগঠনটির পক্ষ থেকে এ দায় অস্বীকার করা হয়।
বৃহস্পতিবার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ এ সম্পর্কিত একটি বক্তব্য দেন। সেখানে তিনি মুহিবুল্লাহকে হত্যার জন্য আরসাকে দায়ী করেন। তিনি বলেন, মুহিবুল্লাহকে হত্যার সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন। তাঁর ভাইকে যারা হত্যা করেছে, তাদের মধ্যে দু-তিনজনকে তিনি চিনেছেন বলেও দাবি করেন। এর মধ্যে দুজনের কথা স্পষ্টভাবে বলেন, যারা আরসার নেতা।
এই দাবি অস্বীকার করে টুইটারে একটি অডিও পোস্ট করে আরসা। এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়—‘আরসার কোনো গরজ পড়েনি যে, মাস্টার মুহিবুল্লাহকে মারতে হবে। অন্য রোহিঙ্গার মতো আরসা মাস্টার মুহিবুল্লাহকে বুকের আঁকড়ে রাখতে চায়। আরসা বার্মার কাফেরদের মারতে চায়, মাস্টার মহিবুল্লাহকে নয়। কে না কে মেরেছে, এখন কেন নাম দেওয়া হচ্ছে আরসার? মাস্টার মুহিবুল্লাহর ছোট ভাই যে দাবি করছেন, সেটা তাঁকেই প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। রোহিঙ্গাদের মুক্তির জন্য সবাইকে আরসা হতে হবে। সেটা না হলে কারও মুক্তি নেই।’
প্রসঙ্গত, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ (৫০) নিহত হন গতকাল বুধবার। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প-১ এ এই ঘটনা ঘটে। পেশায় শিক্ষক মুহিবুল্লাহ ছিলেন রোহিঙ্গাদের সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (আরএসপিইউআর) চেয়ারম্যান। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এই নেতা। ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করে আলোচনায় আসেন তিনি। রোহিঙ্গা অধিকার আদায়ের দাবি নিয়ে সোচ্চার এই নেতা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
মুহিবুল্লাহর ওপর হামলার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই হাবিবুল্লাহ। সে সময়ের পরিস্থিতি বর্ণনা করে আজ বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমি মাস্টার মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। আমরা দুই ভাই এশার নামাজ পড়ে মসজিদ থেকে এসে আরএসপিইউআর অফিসে বসে বিভিন্ন বিষয়ে শলা-পরামর্শ করছিলাম। এশার নামাজের পর অফিসেও কিছু লোক এসেছিল। তাদের সাথে আলাপ করছিল (মুহিবুল্লাহ)।’ তিনি বলেন, ‘বাইরে থেকে ২-২৫ জন লোক অস্ত্র নিয়ে ঢুকেই গুলি করে আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়।’ যারা করেছে, তাদের দু-তিনজনকে আমি চিনি। তারা ক্যাম্পের পরিচিত মুখ।’ তিনি বলেন, ‘এদের মধ্যে আবদুর রহিম লালু আরসার নেতা। আরেকজন ছিল কালো পোশাক পরা। এর বাইরে ছিল আরসা নেতা মুরশিদ। আরও যারা মেরেছে, তাদের সামনে আনা হলে আমি চিনব।’

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার দায় অস্বীকার করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। আজ বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক পোস্টে সংগঠনটির পক্ষ থেকে এ দায় অস্বীকার করা হয়।
বৃহস্পতিবার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ এ সম্পর্কিত একটি বক্তব্য দেন। সেখানে তিনি মুহিবুল্লাহকে হত্যার জন্য আরসাকে দায়ী করেন। তিনি বলেন, মুহিবুল্লাহকে হত্যার সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন। তাঁর ভাইকে যারা হত্যা করেছে, তাদের মধ্যে দু-তিনজনকে তিনি চিনেছেন বলেও দাবি করেন। এর মধ্যে দুজনের কথা স্পষ্টভাবে বলেন, যারা আরসার নেতা।
এই দাবি অস্বীকার করে টুইটারে একটি অডিও পোস্ট করে আরসা। এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়—‘আরসার কোনো গরজ পড়েনি যে, মাস্টার মুহিবুল্লাহকে মারতে হবে। অন্য রোহিঙ্গার মতো আরসা মাস্টার মুহিবুল্লাহকে বুকের আঁকড়ে রাখতে চায়। আরসা বার্মার কাফেরদের মারতে চায়, মাস্টার মহিবুল্লাহকে নয়। কে না কে মেরেছে, এখন কেন নাম দেওয়া হচ্ছে আরসার? মাস্টার মুহিবুল্লাহর ছোট ভাই যে দাবি করছেন, সেটা তাঁকেই প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। রোহিঙ্গাদের মুক্তির জন্য সবাইকে আরসা হতে হবে। সেটা না হলে কারও মুক্তি নেই।’
প্রসঙ্গত, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ (৫০) নিহত হন গতকাল বুধবার। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প-১ এ এই ঘটনা ঘটে। পেশায় শিক্ষক মুহিবুল্লাহ ছিলেন রোহিঙ্গাদের সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (আরএসপিইউআর) চেয়ারম্যান। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এই নেতা। ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করে আলোচনায় আসেন তিনি। রোহিঙ্গা অধিকার আদায়ের দাবি নিয়ে সোচ্চার এই নেতা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
মুহিবুল্লাহর ওপর হামলার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই হাবিবুল্লাহ। সে সময়ের পরিস্থিতি বর্ণনা করে আজ বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমি মাস্টার মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। আমরা দুই ভাই এশার নামাজ পড়ে মসজিদ থেকে এসে আরএসপিইউআর অফিসে বসে বিভিন্ন বিষয়ে শলা-পরামর্শ করছিলাম। এশার নামাজের পর অফিসেও কিছু লোক এসেছিল। তাদের সাথে আলাপ করছিল (মুহিবুল্লাহ)।’ তিনি বলেন, ‘বাইরে থেকে ২-২৫ জন লোক অস্ত্র নিয়ে ঢুকেই গুলি করে আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়।’ যারা করেছে, তাদের দু-তিনজনকে আমি চিনি। তারা ক্যাম্পের পরিচিত মুখ।’ তিনি বলেন, ‘এদের মধ্যে আবদুর রহিম লালু আরসার নেতা। আরেকজন ছিল কালো পোশাক পরা। এর বাইরে ছিল আরসা নেতা মুরশিদ। আরও যারা মেরেছে, তাদের সামনে আনা হলে আমি চিনব।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫