নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৩৬ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামির ১২ বছরের কারাদণ্ড এবং সাড়ে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আসামিরা হলেন, চট্টগ্রাম নগরীর ইস্টার্ণ ব্যাংক, চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির ও নগরীর চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজম চৌধুরী।
মামলার রায়ে মো. ইফতেখারুল কবিরকে মোট ২১ বছর কারাদণ্ড ও ৩৬ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক। অপর আসামি আজম চৌধুরীকে মোট ১২ বছর কারাদণ্ড ও ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, ইস্টার্ণ ব্যাংক চান্দগাঁও শাখার প্রায়োরিটি গ্রাহক মিজানুর রহমানের ৪০ লাখ টাকার এফডিআর জালিয়াতিসহ ৬৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এতে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে এই ঘটনা ঘটানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
আত্মসাতের এই ঘটনায় দুদক, চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদা আকতার বাদী হয়ে ২০১৯ সালের ১৪ অক্টোবর মামলা করেন। ২০২১ সালের ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। চলতি বছরের ৩০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
অভিযোগপত্রের ২১ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয় বলে জানান দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ। রায় ঘোষণার সময় ইফতেখারুল কবির আদালতে উপস্থিত থাকলেও আজম চৌধুরী পলাতক।

ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৩৬ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামির ১২ বছরের কারাদণ্ড এবং সাড়ে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আসামিরা হলেন, চট্টগ্রাম নগরীর ইস্টার্ণ ব্যাংক, চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির ও নগরীর চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজম চৌধুরী।
মামলার রায়ে মো. ইফতেখারুল কবিরকে মোট ২১ বছর কারাদণ্ড ও ৩৬ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক। অপর আসামি আজম চৌধুরীকে মোট ১২ বছর কারাদণ্ড ও ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, ইস্টার্ণ ব্যাংক চান্দগাঁও শাখার প্রায়োরিটি গ্রাহক মিজানুর রহমানের ৪০ লাখ টাকার এফডিআর জালিয়াতিসহ ৬৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এতে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে এই ঘটনা ঘটানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
আত্মসাতের এই ঘটনায় দুদক, চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদা আকতার বাদী হয়ে ২০১৯ সালের ১৪ অক্টোবর মামলা করেন। ২০২১ সালের ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। চলতি বছরের ৩০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
অভিযোগপত্রের ২১ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয় বলে জানান দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ। রায় ঘোষণার সময় ইফতেখারুল কবির আদালতে উপস্থিত থাকলেও আজম চৌধুরী পলাতক।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১৭ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে