Ajker Patrika

কাবিনের টাকার জন্য স্বামীকে অপহরণের অভিযোগ, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কাবিনের টাকার জন্য স্বামীকে অপহরণের অভিযোগ, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

চট্টগ্রামে কাবিনের টাকা দাবি করে স্বামীকে অপহরণ করে আটকে রাখার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— পান্না আক্তার (২৯) ও তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম জাবেদ (১৯)।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার নোয়াখালীর কবিরহাটে শ্বশুরবাড়ি থেকে মো. পারভেজকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গত ১৩ এপ্রিল সকালে খুলশী থানার নাসিরাবাদ প্রপার্টিজ আবাসিক এলাকার কর্মস্থল থেকে পারভেজকে তুলে নিয়ে যায় পান্নার পরিবারের সদস্য ও সহযোগীরা। এ ঘটনা ভবনের সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে পারভেজের মা বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেন।

ওসি সন্তোষ বলেন, ‘পারিবারিক কলহের জেরে গত ফেব্রুয়ারিতে শ্বশুরবাড়ি থেকে কবিরহাটে বাবার বাড়িতে চলে যান পান্না। সেখানে গিয়ে পারভেজকে কাবিনের ১০ লাখ টাকা দিতে বলেন। টাকা না দিলে আলাদা বাসা নিয়ে থাকার জন্য চাপ দিতে থাকেন পান্না। এক চিকিৎসকের ব্যক্তিগত গাড়ির চালক পারভেজ এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এর জের ধরে অপহরণের ঘটনা ঘটে।’

পুলিশ জানায়, বছর চারেক আগে টেলিফোনে পারভেজের সঙ্গে তাঁর দুই বছরের বড় পান্নার পরিচয় হয়। পারভেজের পরিবার প্রথমে এ বিয়ে না মানলেও পরে মেনে নেয়। কিন্তু শ্বশুরবাড়িতে পান্না তাঁর শাশুড়িকে ‘নির্যাতন’ করলে পারিবারিক অশান্তি শুরু হয়। এর মাঝে তাঁদের এক সন্তান জন্মের পরপরই মারা যায়। এরপর কলহ আরও বেড়ে যায়। পারভেজের সঙ্গে বিয়ের আগে পান্নার আরও দুটি বিয়ে হয়েছিল।

ওসি বলেন, পারভেজকে উদ্ধারের পর তিনি চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে জবানবন্দি দিয়েছেন। স্ত্রী পান্না ও শ্যালক জাহেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

মাদুরোর মামলাটি যেভাবে ভেস্তে দিতে পারেন তাঁর আইনজীবীরা

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত