টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ হাজার ইয়াবা ও ৪ দশমিক ১৭৫ কেজি ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে নাফ নদীর হ্নীলা ইউনিয়নের জালিয়ারদ্বীপ থেকে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদক আইস এযাবৎকালের সর্বোচ্চ চালান বলে দাবি বিজিবির। তবে এসব মাদক উদ্ধার করা হলেও চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবির বিশেষ টহল দল।
আজ বেলা ১১টার দিকে বিজিবি-২-এর সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার সংবাদ পাই। এরপর দমদমিয়া বিওপির বিশেষ টহল দল জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে হাতে চালিত একটি নৌকা নাফ নদী হয়ে জালিয়ারদ্বীপের কাছাকাছি চলে আসে। এ সময় বিজিবির অবস্থান নেওয়া টহল দল এটি থামানোর সংকেত দেয়। কিন্তু তারা সাড়া না দিয়ে নৌকাটি ঘুরিয়ে মিয়ানমারের দিকে ফিরে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর চোরাকারবারিরা নৌকাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এতে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ওই সব মাদক উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।’
বিজিবির এই অধিনায়ক আরও বলেন, ওই এলাকায় চোরাকারবারিদের আটকের লক্ষ্যে বেশ কিছু সময় অভিযান চালানোর পরেও তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ হাজার ইয়াবা ও ৪ দশমিক ১৭৫ কেজি ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে নাফ নদীর হ্নীলা ইউনিয়নের জালিয়ারদ্বীপ থেকে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদক আইস এযাবৎকালের সর্বোচ্চ চালান বলে দাবি বিজিবির। তবে এসব মাদক উদ্ধার করা হলেও চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবির বিশেষ টহল দল।
আজ বেলা ১১টার দিকে বিজিবি-২-এর সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার সংবাদ পাই। এরপর দমদমিয়া বিওপির বিশেষ টহল দল জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে হাতে চালিত একটি নৌকা নাফ নদী হয়ে জালিয়ারদ্বীপের কাছাকাছি চলে আসে। এ সময় বিজিবির অবস্থান নেওয়া টহল দল এটি থামানোর সংকেত দেয়। কিন্তু তারা সাড়া না দিয়ে নৌকাটি ঘুরিয়ে মিয়ানমারের দিকে ফিরে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর চোরাকারবারিরা নৌকাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এতে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ওই সব মাদক উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।’
বিজিবির এই অধিনায়ক আরও বলেন, ওই এলাকায় চোরাকারবারিদের আটকের লক্ষ্যে বেশ কিছু সময় অভিযান চালানোর পরেও তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে