Ajker Patrika

প্রেমের টানে উধাও স্কুলছাত্রী, অপহরণের অভিযোগ পরিবারের

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) 
প্রেমের টানে উধাও স্কুলছাত্রী, অপহরণের অভিযোগ পরিবারের

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়ার পথে অপহরণ করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের। ছাত্রীর মা বাদী হয়ে গত সোমবার রাতে চাটখিল থানায় অভিযোগ করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ফেনীর দারগার হাটের এক যুবকসহ (২২) অজ্ঞাতনামা আরও একজন ওই ছাত্রীকে ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীর সঙ্গে ওই যুবকের ফেসবুকে পরিচয় থাকার সুবাদে তাদের প্রেমের সম্পর্ক হয়। ঘটনার দিন সকালে অভিযুক্ত যুবক তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খিলপাড়ায় আসে। সেখানে আসলে স্কুলছাত্রী তাঁর সঙ্গে চলে যায়। স্থানীয়রা বলেন, এটা মূলত প্রেম জনিত ঘটনা।

এই বিষয়ে জানতে চাইলে খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, ঘটনা জানার পর ফেনীতে যুবকের বাড়িতে সরেজমিনে যাওয়া হয়। সেখানে গিয়ে দুজনের কাউকে পাওয়া যায়নি। তবে যুবকের পরিবার জানিয়েছে তাদের মধ্যে প্রেমে সম্পর্ক থাকায় তাঁরা পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব করেছেন। কিন্তু মেয়ের মা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ন কবির জানান, ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত