নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় মনজুর আলম (২৮) নামের এক যুবককে বাসায় দাওয়াত দিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার ভোর ৪টায় রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দম্পতি রিমা আক্তার ওরফে নাছিফা (২৬) ও মো. কায়ছার (২৯) এবং বাকলিয়া থানার হাটখোলা এলাকার মুজাহার হোসেনের মেয়ে শারমিন আক্তার লিজা ওরফে রিজিয়া (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন (বৃহস্পতিবার) পূর্বপরিচয়ের সূত্রে মনজুরকে বাসায় আমন্ত্রণ জানায় কায়সার ও রিমা দম্পতি। পরে কৌশলে তাঁকে বেঁধে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এত টাকা নেই জানালে একপর্যায়ে মনজুরের সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা কেড়ে নেয় তারা। পরে মনজুরের পকেটে থাকা ব্যাংকের ক্রেডিট কার্ড ও পিন নম্বর নিয়ে বুথ থেকে এক লাখ টাকা তুলে নেয়। এ সময় তাঁর বিকাশে থাকা আরও সাত হাজার টাকাও হাতিয়ে নেয় আসামিরা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ভুক্তভোগী মনজুর আলমকে পূর্বপরিচয়ের সূত্রে ওই বাসায় যাওয়ার দাওয়াত দেয় আসামিরা। সেখানে পৌঁছানোর পর তাকে হাত-পা বেঁধে রেখে মারধর করতে শুরু করে রিজিয়া, নাফিসা ও কায়ছার। পরে তাঁর কাছে থাকা নগদ অর্থ, ক্রেডিট কার্ড ও বিকাশে থাকা অর্থ হাতিয়ে নেয় তারা। পরে একটি সিএনজি অটোরিকশায় করে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় মনজুরকে ফেলে দিয়ে চলে যায় তারা। স্থানীয় লোকজন মনজুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের উপ-কমিশনার সালাম কবীর জানান, গতকাল শনিবার ভোরে রাহাত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শারমিন আক্তার লিজাকে। পরে তার দেওয়া তথ্যমতে বাকলিয়ার বলিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রিমা ও তার স্বামী কায়সারকে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রিমা ও কায়সার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় মনজুর আলম (২৮) নামের এক যুবককে বাসায় দাওয়াত দিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার ভোর ৪টায় রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দম্পতি রিমা আক্তার ওরফে নাছিফা (২৬) ও মো. কায়ছার (২৯) এবং বাকলিয়া থানার হাটখোলা এলাকার মুজাহার হোসেনের মেয়ে শারমিন আক্তার লিজা ওরফে রিজিয়া (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন (বৃহস্পতিবার) পূর্বপরিচয়ের সূত্রে মনজুরকে বাসায় আমন্ত্রণ জানায় কায়সার ও রিমা দম্পতি। পরে কৌশলে তাঁকে বেঁধে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এত টাকা নেই জানালে একপর্যায়ে মনজুরের সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা কেড়ে নেয় তারা। পরে মনজুরের পকেটে থাকা ব্যাংকের ক্রেডিট কার্ড ও পিন নম্বর নিয়ে বুথ থেকে এক লাখ টাকা তুলে নেয়। এ সময় তাঁর বিকাশে থাকা আরও সাত হাজার টাকাও হাতিয়ে নেয় আসামিরা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ভুক্তভোগী মনজুর আলমকে পূর্বপরিচয়ের সূত্রে ওই বাসায় যাওয়ার দাওয়াত দেয় আসামিরা। সেখানে পৌঁছানোর পর তাকে হাত-পা বেঁধে রেখে মারধর করতে শুরু করে রিজিয়া, নাফিসা ও কায়ছার। পরে তাঁর কাছে থাকা নগদ অর্থ, ক্রেডিট কার্ড ও বিকাশে থাকা অর্থ হাতিয়ে নেয় তারা। পরে একটি সিএনজি অটোরিকশায় করে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় মনজুরকে ফেলে দিয়ে চলে যায় তারা। স্থানীয় লোকজন মনজুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের উপ-কমিশনার সালাম কবীর জানান, গতকাল শনিবার ভোরে রাহাত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শারমিন আক্তার লিজাকে। পরে তার দেওয়া তথ্যমতে বাকলিয়ার বলিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রিমা ও তার স্বামী কায়সারকে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রিমা ও কায়সার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে