কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে পৃথক ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে ঈদগাঁও উপজেলার ভাদিতলা এবং সদর উপজেলার কুলিয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
মো. আবু সালাম চৌধুরী জানান, গতকাল মধ্যরাতে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ভাদিতলা এলাকায় স্থানীয় মিজানের গাছের বাগানে কতিপয় অস্ত্রধারী লোকজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে, এমন খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা অস্ত্রসহ ১০–১৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান।
তাঁদের কাছ থেকে দুটি কিরিচ, একটি লোহার রড, একটি লাঠি, দুটি টর্চলাইট, রশি, নয়টি মোবাইল ফোন ও তিন হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসিফুর রহমান আসিফ (২১), মো. আব্দুল জলিল ওরফে কায়সার (২২), আব্দুল্লাহ আলম মুহিম (২৩), মো. নাহিম (২১), সাজ্জাদ মিয়া (২১), শাহরিয়াজ ওসমান হৃদয় (২০), মো. ইসমাইল উদ্দিন ওরফে গুরা মিয়া (২০), আব্দুল মালেক ওরফে মালেক (২৪) ও মো. পারভেজ (২৩)। তাঁরা চকরিয়া ও মহেশখালী উপজেলার বাসিন্দা।
এদিকে গতকাল মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আরেকটি অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মো. আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, কক্সবাজার শহরের পর্যটন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে কতিপয় লোকজন কুলিয়াপাড়ায় জড়ো হওয়ার খবর পায় র্যাব। এতে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা দিগ্বিদিক দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাঁদের কাছে একটি রামদা, তিনটি ছোরা, একটিটি কুড়াল, একটি লোহার পাইপ, একটি কাঠের লাঠি ও একটি টর্চলাইট পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তর ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তাঁদের বিরুদ্ধে কক্সবাজার সদর ও ঈদগাঁও থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে পৃথক ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে ঈদগাঁও উপজেলার ভাদিতলা এবং সদর উপজেলার কুলিয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
মো. আবু সালাম চৌধুরী জানান, গতকাল মধ্যরাতে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ভাদিতলা এলাকায় স্থানীয় মিজানের গাছের বাগানে কতিপয় অস্ত্রধারী লোকজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে, এমন খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা অস্ত্রসহ ১০–১৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান।
তাঁদের কাছ থেকে দুটি কিরিচ, একটি লোহার রড, একটি লাঠি, দুটি টর্চলাইট, রশি, নয়টি মোবাইল ফোন ও তিন হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসিফুর রহমান আসিফ (২১), মো. আব্দুল জলিল ওরফে কায়সার (২২), আব্দুল্লাহ আলম মুহিম (২৩), মো. নাহিম (২১), সাজ্জাদ মিয়া (২১), শাহরিয়াজ ওসমান হৃদয় (২০), মো. ইসমাইল উদ্দিন ওরফে গুরা মিয়া (২০), আব্দুল মালেক ওরফে মালেক (২৪) ও মো. পারভেজ (২৩)। তাঁরা চকরিয়া ও মহেশখালী উপজেলার বাসিন্দা।
এদিকে গতকাল মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আরেকটি অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মো. আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, কক্সবাজার শহরের পর্যটন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে কতিপয় লোকজন কুলিয়াপাড়ায় জড়ো হওয়ার খবর পায় র্যাব। এতে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা দিগ্বিদিক দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাঁদের কাছে একটি রামদা, তিনটি ছোরা, একটিটি কুড়াল, একটি লোহার পাইপ, একটি কাঠের লাঠি ও একটি টর্চলাইট পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তর ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তাঁদের বিরুদ্ধে কক্সবাজার সদর ও ঈদগাঁও থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে