Ajker Patrika

নোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১: ০০
নোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার রাত ১১টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা। ছাদের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আপরশি মারমার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানানো যাবে।’ 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন সুমন বলেন, ‘খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পুলিশ আসার পর মরদেহ নামানো হয়েছে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

আপরশি মারমা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি ভাষাসৈনিক আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতেন। 
 
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপরশি মার্মা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যেতেন। সেখানে বন্ধু ও বড় ভাইদের সঙ্গে সময় কাটাতেন তিনি। তবে এমন ঘটনা কীভাবে ঘটল, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত