Ajker Patrika

কুমিল্লায় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৫: ৫৯
কুমিল্লায় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় দুধে পানি মেশানোসহ বিভিন্ন অভিযোগে নগরীর চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ শনিবার নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, আজ নগরীর রাজগঞ্জ বাজার এলাকার দুধ, মুদি, মাংস, ফল ও প্রসাধনীর দোকানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুধে পানি মেশানোর দায়ে দুধ ব্যবসায়ী আব্দুল আলীমকে ৩ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় মায়ের দোয়া খাসির দোকানকে ২ হাজার টাকা, অনুমোদনহীন বিদেশি কসমেটিকস বিক্রি করায় আক্তার স্টোরকে ৮ হাজার টাকা এবং একই অভিযোগে জুবায়ের স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, দুধে পানি মেশানোসহ নকল প্রসাধনী বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া ব্যবসায়ীদের পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ওজনে কারচুপি না করা এবং অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়। 

সহকারী পরিচালক আরও বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় অভিযানে স্বাস্থ্য পরিদর্শক এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত