প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও দুই ইউপি চেয়ারম্যানকে হুমকি দাতা খোকন চন্দ্র নাথ (৫০) কে ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকারের আদালতে ভার্চুয়াল শুনানি শেষে দুটি মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ।
অভিযুক্ত খোকন সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মছজিদ্দা গ্রামের সতীশ মহাজন বাড়ির মৃত পরিমল চন্দ্রনাথের ছেলে।
জানা যায়, এর আগে খোকন চন্দ্র নাথের বিরুদ্ধে হুমকি দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। একই সাথে চাকরি দেওয়ার নাম করে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ইউছুপ বেলাল হোসেন নামে অপর একজনও মামলা দায়ের করেন। এ ছাড়া কুমিরা ও বাঁশবাড়িয়ার দুই ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, আদালত পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে আগামী ৭ দিনের মধ্যে রিমান্ডে আনার জন্য অনুমতি দেওয়া হয়। রিমান্ডে আনলে তাঁর প্রতারক চক্রে আরও কারা আছে, কাদের জোরে সে এসব অপকর্ম করছে তা বের হয়ে আসবে।
উল্লেখ্য, সীতাকুণ্ডে প্রতারণা ও প্রাণনাশের হুমকির ঘটনায় কয়েকটি মামলা ও অভিযোগ দায়েরের পর এলাকা ছেড়ে পালিয়ে যান খোকন চন্দ্র নাথ। সর্বশেষ গত ১৫ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে গিয়ে একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে জমি দখলের চেষ্টার সময় জনতা তাঁকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও দুই ইউপি চেয়ারম্যানকে হুমকি দাতা খোকন চন্দ্র নাথ (৫০) কে ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকারের আদালতে ভার্চুয়াল শুনানি শেষে দুটি মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ।
অভিযুক্ত খোকন সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মছজিদ্দা গ্রামের সতীশ মহাজন বাড়ির মৃত পরিমল চন্দ্রনাথের ছেলে।
জানা যায়, এর আগে খোকন চন্দ্র নাথের বিরুদ্ধে হুমকি দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। একই সাথে চাকরি দেওয়ার নাম করে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ইউছুপ বেলাল হোসেন নামে অপর একজনও মামলা দায়ের করেন। এ ছাড়া কুমিরা ও বাঁশবাড়িয়ার দুই ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, আদালত পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে আগামী ৭ দিনের মধ্যে রিমান্ডে আনার জন্য অনুমতি দেওয়া হয়। রিমান্ডে আনলে তাঁর প্রতারক চক্রে আরও কারা আছে, কাদের জোরে সে এসব অপকর্ম করছে তা বের হয়ে আসবে।
উল্লেখ্য, সীতাকুণ্ডে প্রতারণা ও প্রাণনাশের হুমকির ঘটনায় কয়েকটি মামলা ও অভিযোগ দায়েরের পর এলাকা ছেড়ে পালিয়ে যান খোকন চন্দ্র নাথ। সর্বশেষ গত ১৫ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে গিয়ে একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে জমি দখলের চেষ্টার সময় জনতা তাঁকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে