প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অপহৃত রোহিঙ্গা আবু সৈয়দ আব্দুল্লাহকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুলাই) দিবাগতে রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ও রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর সংযোগ স্থল সংলগ্ন খালের মোহনা থেকে তাঁকে উদ্ধার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধার হওয়া রোহিঙ্গা আব্দুল্লাহ ক্যাম্প-৭ এর ডি/ ৯ ব্লকের বাসিন্দা আলী আহমেদের ছেলে।
এপিবিএন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ নতুনভাবে সংগঠিত হতে যাওয়া রোহিঙ্গাদের বিপ্লবী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আর এস ও) নেতা। তাঁকে অপহরণ করে কথিত আরসা নামে অন্য একটি রোহিঙ্গা গ্রুপ।
১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক আজকের পত্রিকাকে বলেন, ওই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে কথিত আরসা নামধারী আল-ইয়াকীন নেতা জোবায়ের (৩০) ওরফে কালা জোবায়েরের নেতৃত্বে ৫০ / ৬০ জন রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দ আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এনামুল বাধা দেয়। এ সময় এনামুলের বাম পায়ে হাঁটুর নিচে গুলি করা হয়। পরে মধ্যরাতে অভিযান পরিচালনা করে অপহৃত আব্দুল্লাহকে বাম হাতে ও ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এসপি নাইম বলেন, রাতে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। গুলিবিদ্ধ আব্দুল্লাহ ও এনামুলকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে অবস্থিত তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসপি নাইম আরও বলেন, কথিত আরসা নামধারী আল-ইয়াকীন এবং নতুনভাবে সংগঠিত হতে যাওয়া আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে চলছে অভিযান।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অপহৃত রোহিঙ্গা আবু সৈয়দ আব্দুল্লাহকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুলাই) দিবাগতে রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ও রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর সংযোগ স্থল সংলগ্ন খালের মোহনা থেকে তাঁকে উদ্ধার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধার হওয়া রোহিঙ্গা আব্দুল্লাহ ক্যাম্প-৭ এর ডি/ ৯ ব্লকের বাসিন্দা আলী আহমেদের ছেলে।
এপিবিএন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ নতুনভাবে সংগঠিত হতে যাওয়া রোহিঙ্গাদের বিপ্লবী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আর এস ও) নেতা। তাঁকে অপহরণ করে কথিত আরসা নামে অন্য একটি রোহিঙ্গা গ্রুপ।
১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক আজকের পত্রিকাকে বলেন, ওই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে কথিত আরসা নামধারী আল-ইয়াকীন নেতা জোবায়ের (৩০) ওরফে কালা জোবায়েরের নেতৃত্বে ৫০ / ৬০ জন রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দ আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এনামুল বাধা দেয়। এ সময় এনামুলের বাম পায়ে হাঁটুর নিচে গুলি করা হয়। পরে মধ্যরাতে অভিযান পরিচালনা করে অপহৃত আব্দুল্লাহকে বাম হাতে ও ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এসপি নাইম বলেন, রাতে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। গুলিবিদ্ধ আব্দুল্লাহ ও এনামুলকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে অবস্থিত তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসপি নাইম আরও বলেন, কথিত আরসা নামধারী আল-ইয়াকীন এবং নতুনভাবে সংগঠিত হতে যাওয়া আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে চলছে অভিযান।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫