নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে ভূমি অধিগ্রহণের (এলএ) ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকার চেক উত্তোলনের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জহুরা (২৫) নামে এক নারী।
আজ সোমবার কক্সবাজার উখিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহুরা উখিয়া উপজেলার ওসমানের মেয়ে।
এ ব্যাপারে জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার মো. উমর ফারুক বলেন, সম্প্রতি জহুরা একটি রেজিস্টার্ড পাওয়ার অব অ্যাটর্নি মূলে চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখায় ২ কোটি ৮৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক উত্তোলনের আবেদন করেন। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দাতাদের পরিচয় ও তাঁর সঙ্গে ওই ব্যক্তিদের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন উত্তর দেন। জহুরা বলেন, পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের তিনি চেনেন না। মূলত তাঁর স্বামী পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেছেন। তাঁর স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, স্বামী প্রবাসী এবং দুমাস ধরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের খোঁজ করেন। একপর্যায়ে তাঁদের খোঁজ পেলে তাঁরা জানান, জহুরা নামে কাউকে তাঁরা ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য কোনো প্রকার ক্ষমতা দেননি।
উমর ফারুক বলেন, মূলত জহুরা একটি প্রতারক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় জহুরাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে আজ তাঁকে গ্রেপ্তার করে।

চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে ভূমি অধিগ্রহণের (এলএ) ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকার চেক উত্তোলনের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জহুরা (২৫) নামে এক নারী।
আজ সোমবার কক্সবাজার উখিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহুরা উখিয়া উপজেলার ওসমানের মেয়ে।
এ ব্যাপারে জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার মো. উমর ফারুক বলেন, সম্প্রতি জহুরা একটি রেজিস্টার্ড পাওয়ার অব অ্যাটর্নি মূলে চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখায় ২ কোটি ৮৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক উত্তোলনের আবেদন করেন। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দাতাদের পরিচয় ও তাঁর সঙ্গে ওই ব্যক্তিদের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন উত্তর দেন। জহুরা বলেন, পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের তিনি চেনেন না। মূলত তাঁর স্বামী পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেছেন। তাঁর স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, স্বামী প্রবাসী এবং দুমাস ধরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের খোঁজ করেন। একপর্যায়ে তাঁদের খোঁজ পেলে তাঁরা জানান, জহুরা নামে কাউকে তাঁরা ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য কোনো প্রকার ক্ষমতা দেননি।
উমর ফারুক বলেন, মূলত জহুরা একটি প্রতারক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় জহুরাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে আজ তাঁকে গ্রেপ্তার করে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৫ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে