নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খেজুর ঘোষণা দিয়ে আনা একটি কন্টেইনার খুলে তাতে ৫৫ লাখ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার নগরের ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালে চালানটি খুলে তাতে এসব সিগারেট পাওয়া যায়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
আজ সোমবার কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. শরফুদ্দিন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শরফুদ্দিন মিঞা বলেন, চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ৭ কোটি ১১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কাস্টমস হাউস সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালি থানা এলাকায় জুবিলি রোডের কাদের টাওয়ারের সূচনা ইন্টারন্যাশনাল চালানটি আমদানি করে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে গত ২৭ ডিসেম্বর চালানটি জাহাজীকরণ হয়, ৩০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানির দীর্ঘদিন পরও কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল না করায় কায়িক পরীক্ষার লক্ষ্যে রোববার কনটেইনারটি ফোর্স কিপডাউনের জন্য ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালস লিমিটেডকে চিঠি দেওয়া হয়।
ওই দিন ডিপোর ভেতরে কনটেইনার খুলে কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম চালানটি পরীক্ষা করে। এ সময় কনটেইনারের ২ হাজার ৭৭২টি কার্টনের মধ্যে ১ হাজার ৯৮৩টি কার্টনে ওপরে খেজুর এবং ভেতরে মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। ৭৮৯টি কার্টনে ছিল শুধু খেজুর। যার ওজন ১১ হাজার ৮৫৬ কেজি। মধ্যে ১ হাজার ৯৮৩টি কার্টনে মন্ড ব্র্যান্ডের ৫৫ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা সিগারেট পাওয়া যায়।

খেজুর ঘোষণা দিয়ে আনা একটি কন্টেইনার খুলে তাতে ৫৫ লাখ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার নগরের ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালে চালানটি খুলে তাতে এসব সিগারেট পাওয়া যায়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
আজ সোমবার কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. শরফুদ্দিন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শরফুদ্দিন মিঞা বলেন, চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ৭ কোটি ১১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কাস্টমস হাউস সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালি থানা এলাকায় জুবিলি রোডের কাদের টাওয়ারের সূচনা ইন্টারন্যাশনাল চালানটি আমদানি করে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে গত ২৭ ডিসেম্বর চালানটি জাহাজীকরণ হয়, ৩০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানির দীর্ঘদিন পরও কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল না করায় কায়িক পরীক্ষার লক্ষ্যে রোববার কনটেইনারটি ফোর্স কিপডাউনের জন্য ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালস লিমিটেডকে চিঠি দেওয়া হয়।
ওই দিন ডিপোর ভেতরে কনটেইনার খুলে কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম চালানটি পরীক্ষা করে। এ সময় কনটেইনারের ২ হাজার ৭৭২টি কার্টনের মধ্যে ১ হাজার ৯৮৩টি কার্টনে ওপরে খেজুর এবং ভেতরে মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। ৭৮৯টি কার্টনে ছিল শুধু খেজুর। যার ওজন ১১ হাজার ৮৫৬ কেজি। মধ্যে ১ হাজার ৯৮৩টি কার্টনে মন্ড ব্র্যান্ডের ৫৫ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা সিগারেট পাওয়া যায়।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে