প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম খতিজা বেগম (৩৫)।
জানা গেছে, নিহতের স্বামী প্রবাসী মুহাম্মদ ইছা ১২ দিন আগে মধ্যপ্রাচ্যে চলে যান। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
ফটিকছড়ি থানার পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূর ঘাড়ে, হাতে ও থাইয়ে ধারালো চুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড়ের আঘাতটি অনেক বড়।
এলাকাবাসী জানায়, ভোররাত সাড়ে চারটায় গৃহবধূর মেয়ে মুনতাহারের কান্না শুনে স্থানীয় লোকজন ছুটে এলে গৃহবধূর রক্তাক্ত দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দিলে পথেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একই গ্রামের মানিক মিয়ার সঙ্গে নিহত গৃহবধূর বড় মেয়ে নিশুর প্রেমের সম্পর্ক ছিল। দেড় বছর আগে তাঁর অন্য কারও সঙ্গে বিয়ে হয়। ধারণা করা হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্যই মানিক এই কাজ করেছেন।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহবধূর ছোট ছেলে মোনায়েত জানায়, এলাকার মানিক মিয়া তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।
নিহত গৃহবধূর বড় মেয়ে খতিজার মেয়ে নিশু মনি (২০) বলেন, ‘আমি শ্বশুরবাড়িতে ছিলাম। ভোর সাড়ে চারটার সময় মুঠোফোনে আমাকে জানায় মানিক মিয়া নামের এক প্রতিবেশী যুবক গ্রিল কেটে ঢুকে আমার মাকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যার চেষ্টা চালান। এ সময় মায়ের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর শুনে আমি দ্রুত বাপের বাড়িতে ছুটে আসি। বাড়িতে এসে জানতে পারি মানিক মিয়াই তাঁকে খুন করেছেন।’
থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুটি কারণে গৃহবধূ খুন হতে পারেন। প্রথমত, তাঁর বড় মেয়ের সঙ্গে প্রতিবেশী মানিকের সম্পর্ক ছিল। সেই সুবাদে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় খেপে গিয়ে প্রতিশোধ নিতে তাঁর মাকে খুন করতে পারেন। দ্বিতীয়ত, মানিকের সঙ্গে অর্থের লেনদেনও ছিল গৃহবধূর। এই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। এ ছাড়া গৃহবধূকে খুন করার কোনো কারণ থাকতে পারে না।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম খতিজা বেগম (৩৫)।
জানা গেছে, নিহতের স্বামী প্রবাসী মুহাম্মদ ইছা ১২ দিন আগে মধ্যপ্রাচ্যে চলে যান। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
ফটিকছড়ি থানার পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূর ঘাড়ে, হাতে ও থাইয়ে ধারালো চুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড়ের আঘাতটি অনেক বড়।
এলাকাবাসী জানায়, ভোররাত সাড়ে চারটায় গৃহবধূর মেয়ে মুনতাহারের কান্না শুনে স্থানীয় লোকজন ছুটে এলে গৃহবধূর রক্তাক্ত দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দিলে পথেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একই গ্রামের মানিক মিয়ার সঙ্গে নিহত গৃহবধূর বড় মেয়ে নিশুর প্রেমের সম্পর্ক ছিল। দেড় বছর আগে তাঁর অন্য কারও সঙ্গে বিয়ে হয়। ধারণা করা হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্যই মানিক এই কাজ করেছেন।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহবধূর ছোট ছেলে মোনায়েত জানায়, এলাকার মানিক মিয়া তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।
নিহত গৃহবধূর বড় মেয়ে খতিজার মেয়ে নিশু মনি (২০) বলেন, ‘আমি শ্বশুরবাড়িতে ছিলাম। ভোর সাড়ে চারটার সময় মুঠোফোনে আমাকে জানায় মানিক মিয়া নামের এক প্রতিবেশী যুবক গ্রিল কেটে ঢুকে আমার মাকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যার চেষ্টা চালান। এ সময় মায়ের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর শুনে আমি দ্রুত বাপের বাড়িতে ছুটে আসি। বাড়িতে এসে জানতে পারি মানিক মিয়াই তাঁকে খুন করেছেন।’
থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুটি কারণে গৃহবধূ খুন হতে পারেন। প্রথমত, তাঁর বড় মেয়ের সঙ্গে প্রতিবেশী মানিকের সম্পর্ক ছিল। সেই সুবাদে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় খেপে গিয়ে প্রতিশোধ নিতে তাঁর মাকে খুন করতে পারেন। দ্বিতীয়ত, মানিকের সঙ্গে অর্থের লেনদেনও ছিল গৃহবধূর। এই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। এ ছাড়া গৃহবধূকে খুন করার কোনো কারণ থাকতে পারে না।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে